ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি অভিনয়ে খুব বেশি দেখা না গেলেও, দেশের বাইরে মেকআপ বিষয়ে একটি কোর্স সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি নানা সামাজিক ইস্যুতে ফেসবুকে সরব অবস্থান রেখে চলেছেন।
৭ এপ্রিল (সোমবার) প্রভা একটি স্ট্যাটাস দেন, যা ঘিরে মিডিয়া পাড়ায় শুরু হয় জোর আলোচনা। কারণ ওই পোস্টে সরাসরি কারও নাম না বললেও, তিনি এমন একজন পুরুষের কথা উল্লেখ করেন যিনি জীবনসঙ্গীকে সম্মান ও সমর্থন দিয়ে পাশে থাকেন।
স্ট্যাটাসে প্রভা লেখেন: “সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেন ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি, যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।”
এরপরই তিনি যুক্ত করেন, “যাক, আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক। এরকম একটা সাপোর্টিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।” তবে প্রভা এই "আরেকজন পুরুষ"-এর নাম প্রকাশ করেননি। ফলে ভক্তদের মধ্যে শুরু হয় গুঞ্জন প্রভা আসলে কাকে ইঙ্গিত করেছেন?
এক্ষেত্রে অনেকেই মনে করছেন, তিনি সংগীতশিল্পী শেখ সাদীকে ইঙ্গিত করেছেন। কারণ সম্প্রতি পরীমণি ও তার গৃহকর্মী সম্পর্কিত একটি ঘটনায়, পরীমণির পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন শেখ সাদী। তার ফেসবুক পোস্টে স্পষ্টতই উঠে এসেছে এক সাপোর্টিভ পার্টনারের প্রতিচ্ছবি।
তবে বিষয়টি নিশ্চিত না হলেও, প্রভার পোস্ট ঘিরে শুরু হওয়া আলোচনা আরও একবার তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :