AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাবা-মেয়ের গল্পে কাঁদছেন দর্শক, নবম দিনে দ্বিগুণ হলো ‍‍`জংলি’র শো


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:২৭ পিএম, ৮ এপ্রিল, ২০২৫
বাবা-মেয়ের গল্পে কাঁদছেন দর্শক, নবম দিনে দ্বিগুণ হলো ‍‍`জংলি’র শো

ঈদুল ফিতরে সীমিত সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম রাহিম পরিচালিত বহুল আলোচিত সিনেমা‘জংলি’। প্রথম দিন থেকেই দর্শক সাড়া ছিল অভূতপূর্ব হাউজফুল ছিল প্রতিটি শো। তবুও স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় শো সংখ্যা কম থাকায় বহু দর্শক টিকিট না পেয়ে হলে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা।

দর্শকদের দাবির মুখে একপর্যায়ে শো কিছুটা বাড়ানো হলেও তা স্থায়ী হয়নি। অবশেষে মুক্তির নবম দিনে এসে স্টার সিনেপ্লেক্সে ‘জংলি’র শো দ্বিগুণ করা হয়েছে৭টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪টিতে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

তিনি বলেন,“ ‘জংলি’ আমাদের গল্পের সিনেমা এটা দর্শকরাই প্রমাণ করেছেন। প্রথম সপ্তাহেই বোঝা গেছে মানুষ পরিবার নিয়ে সিনেমাটি দেখতে আসছেন। এত ভালোবাসা পেয়েও শুরুর দিকে মাত্র সাতটি শো পেয়েছিলাম, যেখানে সব টিকিট আগেই বিক্রি হয়ে যেত। এখন দর্শকের ভালোবাসা আর চাহিদার কারণে অবশেষে শো বাড়ানো হয়েছে। এটি আমাদের জন্য বড় প্রাপ্তি।”

অভি আরও যোগ করেন, “আমি আগেও বলেছি, ‘জংলি’ লম্বা রেসের ঘোড়া । এটি এমন এক ছবি যা পুরো পরিবার একসাথে দেখতে পারে। যে ছবিগুলো পরিবারকেন্দ্রিক, সেগুলোই দীর্ঘ সময় ধরে হলে চলতে পারে।”

স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, ঈদের দিন ‘জংলি’র ছিল মাত্র ৭টি শো। দ্বিতীয় দিনে বেড়ে ৯টি হলেও চতুর্থ দিনে তা কমিয়ে দেওয়া হয় ৬টিতে। অষ্টম দিনে ৮টি এবং নবম দিনে এসে শো দাঁড়ায় ১৪টিতে যা মুক্তির দিনের তুলনায় দ্বিগুণ।

‘জংলি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। শিশু চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা। মুক্তির পর থেকেই সিনেমাটির গল্প ও অভিনয় প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র।

সিয়াম আহমেদ বলেন,“ ‘জংলি’ আমাদের দেশের গল্পের সিনেমা, আমরা চেয়েছি ফ্যামিলি ফ্রেন্ডলি একটা কমার্শিয়াল ছবি বানাতে। শিশুদের গুড টাচ ও ব্যাড টাচের মতো বিষয়ও তুলে এনেছি। দর্শকের সরাসরি প্রতিক্রিয়া দেখে বুঝেছি আমরা আমাদের গল্প বলতে পেরেছি। তবে শুরু থেকেই যদি আরও বেশি শো পেতাম, ফল আরও চমৎকার হতে পারত।”

পরিচালক এম রাহিম জানান, “মুক্তির দিন থেকেই দর্শকের আগ্রহ ছিল আকাশচুম্বী। তবুও শো কম দেওয়া হয়েছিল, যা হতাশাজনক। এখন দর্শকের ভালোবাসায় আমাদের গল্পটা সঠিকভাবে পৌঁছাচ্ছে এটাই বড় পাওয়া। দর্শক শুধু দেখেই থেমে নেই, পরিবারের অন্য সদস্যদেরও দেখাতে নিয়ে যাচ্ছেন।”

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’র গল্প লিখেছেন আজাদ খান , আর চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!