সালমন খানের হাতে থাকা একটি ঘড়ি, যার ওপর রামমন্দিরের ছবি খোদাই করা ছিল, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি তার ছবি ‘সিকন্দর’ মুক্তি পেয়েছে আর তার কিছু আগেই এই ঘড়ি পরে জনসমক্ষে এসেছিলেন তিনি।
এই ঘড়ি দেখে সালমনের একাংশ অনুরাগী যেখানে আনন্দিত, সেখানে অন্য এক দল সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন।
এই বিষয়ে অভিনেতা প্রতীক গান্ধী বলেন, “আমি ব্যাপারটা বিস্তারিত জানি না, কিন্তু মতামত অবশ্যই আছে। ছোটবেলা থেকেই আমরা শিখেছি, কোনও ধর্মই এতটা দুর্বল নয় যে তাকে শুধু একটি রঙ বা প্রতীকের সঙ্গে সীমাবদ্ধ করা যায়।” অর্থাৎ, তিনি মনে করেন রামমন্দির খোদাই করা ঘড়ি নিয়ে বিরোধিতা করার কিছু নেই।

শিল্পীদের স্বাধীনতা প্রসঙ্গে প্রতীক আরও বলেন, “শিল্পীদের ঝুঁকি নেওয়ার অধিকার থাকা উচিত। আমার একটা সিরিজ়ের সংলাপ মনে পড়ছে ‘যে শিল্পী ঝুঁকি নিতে পারে না, সে বেশি দিন টিকতেও পারে না।”
আগামী সিনেমা প্রতীকের পরবর্তী ছবি মুক্তি পাবে ১১ এপ্রিল। এটি একটি জীবনীচিত্র, যেখানে ভারতীয় সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
প্রতীক বলেন, “এই চরিত্রে অভিনয় করা বেশ কঠিন ছিল, কারণ নেটমাধ্যমে জ্যোতিবার কোনও ছবি বা ভিডিও পাওয়া যায় না। তাই চরিত্রটি আত্মস্থ করতে আমাকে অনেক গবেষণা করতে হয়েছে।”
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :