AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তৃতীয় বিয়েও টিকলো না শ্রাবন্তীর


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:১৩ পিএম, ১১ এপ্রিল, ২০২৫
তৃতীয় বিয়েও টিকলো না শ্রাবন্তীর

অবশেষে আইনগতভাবে বিচ্ছেদ ঘটল শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশন সিংয়ের।

শুক্রবার (৮ এপ্রিল) আদালতের রায়ে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এর মধ্য দিয়ে শ্রাবন্তীর তৃতীয় বিয়েরও ইতি ঘটল।

দীর্ঘদিন ধরেই আলাদা থাকলেও, এবার তাদের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটল আইনি প্রক্রিয়ায়।

শুরু করছে জীবনের নতুন ইনিংস, ছবি পোস্ট করতে নেটিজেনদের কটাক্ষের শিকার  শ্রাবন্তী

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবরের সত্যতা নিশ্চিত করেছেন রোশন সিং নিজেই। তিনি জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন তেমনই ৮ এপ্রিল থেকে তারা আবারও একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবেন।

এদিকে এর আগেই জানা গিয়েছিল রোশনের সঙ্গে ডিভোর্সের মামলায়, মাসিক ৭ লাখ টাকা হাতখরচ চেয়েছিলেন অভিনেত্রী। গতবছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিং-কে কি আদৌ মাসিক ৭ লাখ টাকা দিতে হচ্ছে অভিনেত্রীকে? এবিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশন।

সংগঠন সংবাদ.কম

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরেই আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে তারা গত সেপ্টেম্বরে (২০২৪) পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষর-এর। তার জন্যই আদালত ৮ এপ্রিল দিনটি ধার্য করেছিল। তবে এতদিন এই ডিভোর্স নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শ্রাবন্তী ও রোশন দুজনেই।

এদিকে শ্রাবন্তীর থেকে আলাদা হওয়ার পরই বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশন সিং। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক। সেই পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়েই ফের নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি।

Srabanti Chatterjee: আবারও প্রেমে পড়েছেন শ্রাবন্তী! জানেন কে নায়িকার নতুন  প্রেমিক? তিনিও কিন্তু ইন্ড্রাস্টিরই একজন

প্রসঙ্গত, ২০১৯ সালের শুরুর দিকে রোশন-শ্রাবন্তীর প্রেমপর্ব শুরু হয়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। মাস কয়েকের মধ্যেই সূদূর পাঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে সারেন তারা। বিয়ের দিন দশেক পর বিয়ের খবরে জানিয়েছিলেন অভিনেত্রী। তারপর বিদেশে হানিমুন, একসঙ্গে আদুরে ছবি পোস্ট থেকে রোম্যান্টিক টিকটিক ভিডিও- রীতিমতো কাপল গোলস হয়ে দাঁড়িয়েছিলেন এই জুটি।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!