AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১২তম দিনেও শাকিবের ‘বরবাদ’ ঝড়


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৪২ পিএম, ১২ এপ্রিল, ২০২৫
১২তম দিনেও শাকিবের ‘বরবাদ’ ঝড়

মুক্তির ১২ দিনেও দেশব্যাপী হাউজফুল চলছে শাকিব খানের ঈদের ছবি ‘বরবাদ’। গেল শুক্রবার সিনেপ্লেক্সে চলেছে ছবির ৩৭ টি শো। এছাড়াও ব্লকবাস্টার, লায়নসহ অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে ৭২টি শো-এর সবগুলোই হাউজফুল যাচেছ্। এছাড়াও সিংগেল স্ক্রিন মিলে চলছে ৪৪০ টিও বেশি শো।

কিন্তু এত শো-এর পরেও টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ দর্শকের। কাটা যাচ্ছে না অগ্রীম টিকিটও। আর এসব নিয়ে লেখালিখিও করছে দর্শকেরা।

এ প্রসঙ্গে ‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি গণমাধ্যমকে বলেন, ‘সিনেপ্লেক্সে দর্শক টিকেটের জন্য ঘুরছে, অনলাইনেও পাচ্ছে না। এটা নিয়ে লেখালিখি হচ্ছে। সিনেপ্লেক্সও বিষয়টি নিয়ে অবগত। ‘বরবাদ’ দর্শক চাহিদায় যেভাবে শো বাড়ানো উচিত, সেভাবে বাড়ানো হচ্ছে না।’

দর্শক চাহিদা তুঙ্গে থাকার পরও কেন সিনেপ্লেক্সের ‘বরবাদ’র শো বাড়ছে না, এ প্রসঙ্গে সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবাহ আহমেদ গণমাধ্যমে বলেন, ‘দর্শকদের চাহিদা থাকলে আমরা কম দর্শক থাকা মুভির শো ড্রপ করে শিডিউলের বাইরে ইনস্ট্যান্ট চাহিদা থাকা মুভির শো বাড়িয়ে দেই। এমনকি হলিউড মুভিও কমিয়ে বাংলা মুভির শো বাড়িয়ে দেই।’

দর্শকদের চাহিদা ধরে রাখাটাও ব্যবসায়িক পলিসি বলে জানালেন মেজবাহ। বলেন, ‘সবারই বেশি শো-র চাহিদা থাকে। কিন্তু আমরা পলিসির বাইরে গিয়ে কিছু করতে পারি না। সিনেপ্লেক্স তার ব্যবসার দিক থেকে সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট, ব্যবসাও দেয় সবচেয়ে বেশি।’

এদিকে, দেশে সাড়া ফেলার পর ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় বরবাদ অফিশিয়ালি রিলিজ করছে। যেসব এলাকায় বাঙালি কমিউনিটি বেশি রয়েছে, শুরুতে সেসব স্থানের থিয়েটারগুলোকে চলবে ‘বরবাদ’। এ সিনেমার মাধ্যমে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিসট্রিবিউশনে শুরু করলো।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!