রাজধানীর ধানমণ্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মডেল মেঘনা আলম জামিন পেয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ আদালতে শুনানি শেষে এই জামিনের আদেশ দেন।
এর আগে, গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মেঘনা আলমকে কারাগারে পাঠানো হয়েছিল। এরপর গ্রেপ্তারের পর ১২ এপ্রিল ভাটারা থানার প্রতারণা মামলায় দেওয়ান সমির নামক ব্যক্তির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া ১৭ এপ্রিল এবং ২২ এপ্রিল ধানমণ্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তার রিমান্ডের মেয়াদ আরও কয়েক দিন বাড়ানো হয়েছিল।
এখন মেঘনা আলম জামিন পেয়ে মুক্তি পেয়েছেন এবং তার পরবর্তী আইনি পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :