আজ শুক্রবার (১১ এপ্রিল) দেশের চারটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় নৌ চলাচলের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঝড়ের আশঙ্কা যেসব এলাকায়:
- ময়মনসিংহ
- সিলেট
- চট্টগ্রাম
- কক্সবাজার
এ সব অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে প্রবল বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। একইসঙ্গে বজ্রপাত ও বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
বাড়তি সতর্কতা:
- অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
- স্থানীয়দের সাবধানতা অবলম্বন করতে এবং প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত না করতে পরামর্শ দেওয়া হচ্ছে।
সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী:
- ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
- চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগেও দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
- সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে—যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বিশেষ পরামর্শ: বিকেল বা সন্ধ্যার দিকে বাইরে যাওয়ার আগে আবহাওয়ার আপডেট দেখে নিন। বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলুন।
একুশে সংবাদ// চ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :