জেফারের স্টাইল স্টেটমেন্ট একেবারেই অনন্য। এই জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে এর আগে পর্দায় দেখা গিয়েছিল, আর এখন চরকির সাড়া জাগানো ওয়েবসিরিজ "মাইশেলফ অ্যালেন" স্বপনের নতুন সিজনে তাকে দেখা যাচ্ছে নতুন "বৈয়াম পাখি" চরিত্রে।
শিহাব শাহীনের এই সিরিজের প্রথম সিজনে দাগী আসামী নাসীর আলী খানের বিপরীতে রাফিয়াথ রশীদ মিথিলা আকর্ষণ ছড়িয়েছিলেন বৈয়াম পাখি গানে। আর এবার সিকুয়েলে বৈয়াম পাখি ২.০ গানে লাইমলাইটে এসেছেন জেফার। চলুন তবে এই নতুন বৈয়াম পাখির সাম্প্রতিক কিছু স্টাইলিশ লুকে দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।









আপনার মতামত লিখুন :