AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাবা ছিল আমার শক্তি


Ekushey Sangbad
বশির হোসেন বাবু
০৪:৪৭ পিএম, ১৮ জুন, ২০২৩
বাবা ছিল আমার শক্তি

২০০৭ সালে বাবাকে হারিয়েছি। কেটে গেছে ১৬ টি বছর। বাবাকে ছাড়া একা একা এই দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এই পথ পাড়ি দিতে আটকে গেছি বহুবার। বারবার বাবার কথা মনে হলেও শূণ্যতা আজও পূরণ হয়নি। সেই শূণ্যতা পূরণ হবার নয়। তুমি যখন ছিলে, জীবন ছিল পূর্ণ। আর এখন সবই শূণ্য।

 

ছোট বেলায় বাবার কাছে যা আবদার করতাম তাই পেতাম। কখন না করত না। আমার মুখে হাসি ফুটানোর জন্য আমার সকল আবদার পূরণ করত। কখনও চোখ দিয়ে পানি আসতে দেয়নি। কিন্তু এখন তা দেওয়ার কেউ নেই। নিজের স্বপ্ন পূরণ করতে এখন যত যুদ্ধ। তুমি যখন ছিলে, কোনো কিছুতেই ভয় পেতাম না। তুমি ছিলে আমার শক্তি। তুমি বেঁচে থাকলে আরো বহুদুর এগিয়ে যেতাম।

 

আজ আমিও বাবা হয়েছি। আমার ছেলে যখন কোন কিছুর আবদার করে তখন বাবার স্মৃতি গুলো মনে পড়ে। এভাবেই আমিও আমার বাবার কাছে আবদার করতাম। আমার বাবা যেমন তার ছেলের সকল আবদার পূরণ করেছে ঠিক তেমনিভাবে আমিও আমার ছেলের সকল আবদার পূরণ করার চেষ্টা করি। ছেলের আববার পূরণ করার পর মনের ভিতর যে আনন্দ অনুভূত তা ভাষায় প্রকাশ করা যাবে না। এখন বুঝতে পারছি বাবা হওয়া কতটা আনন্দের।

 

আজ বিশ্ব বাবা দিবসে শ্রদ্ধা স্মরণ করি তোমাকে। যার বাবা নেই, সেই শুধু বুঝবে বাবা হারানো ব্যাথা। যাদের আছে তাদের শুধুই  আনন্দ। যাদের নেই তারা দোয়া করেন। নানাভাবে স্মরণ করেন বাবার সুখস্মৃতি। যাদের বাবা আছে তাদের বুঝতে হবে সাহস ও শক্তির নাম বাবা। মনে রাখতে হবে, বাবার প্রতি পরিপূর্ণ দায়িত্বের মধ্যেই আলাদা সুখ। এগিয়ে যাবেন গন্তব্যে। কেউ বাবাকে বোঝা মনে করবেন না। দায়িত্ব নিয়ে বাবা প্রতি যত্ন নিন। সুখে থাকবেন নিশ্চিত।

 

একুশে সংবাদ/ব.হ.প্র/জাহা

Link copied!