AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কানের দুল খুঁজতে গিয়ে হাজার বছর আগের ধনদৌলতের সন্ধান!


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৩২ পিএম, ৭ অক্টোবর, ২০২৩
কানের দুল খুঁজতে গিয়ে হাজার বছর আগের ধনদৌলতের সন্ধান!

ইউরোপের দেশ নরওয়েতে জমফ্রুল্যান্ড দ্বীপে ঘটেছে অবাক করা কাণ্ড! মেটাল ডিটেক্টর দিয়ে কানের দুল খুঁজতে গিয়ে প্রচীন ধনদৌলতের সন্ধান পেয়েছে একটি পরিবার।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগেই ওই মেটাল ডিটেক্টর দিয়ে এক ব্যক্তি রেকর্ড সোনার সন্ধান পান। ওই একই যন্ত্র দিয়ে হারিয়ে যাওয়া কানের দুল খুঁজতে গিয়ে হাজার বছর আগের ধনদৌলতের সন্ধান পেয়েছে ওই পরিবারটি।  

বিশেষজ্ঞরা বলছেন, আসভিক পরিবার যে ধনদৌলতের সন্ধান পেয়েছেন তা ভাইকিং যুগের। নবম শতাব্দীতে দেওয়া এক নারীর কবর থেকে ধনদৌলতগুলো পাওয়া যায়। পরিবারটির বাড়ির বাগানের একটি গাছের নিচে ওই কবরটি ছিল। কবরটি দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন যে,  একটি অভিজাত ভাইকিং নারীর কবর।

এ নিয়ে প্রত্নতত্ত্ববিদ ভিবেকে লিয়া বলেন, ধনদৌলতের মধ্যে সবচেয়ে বড় ছিল একটি ডিম্বাকৃতির ব্রোচ। এমন ব্রোচ ভাইকিং নারীদের কবরে দেওয়া হতো।

ভাইকিং বলতে স্ক্যান্ডিনেভিয়ার (বর্তমান ডেনমার্ক,নরওয়ে,সুইডেন) সমুদ্রচারী ব্যবসায়ী, যোদ্ধা ও জলদস্যুদের একটি দলকে বোঝায়, যারা ৮ম শতক থেকে ১১শ শতক পর্যন্ত ইউরোপের এক বিরাট এলাকা জুড়ে লুটতরাজ চালায় ও বসতি স্থাপন করে।

একুশে সংবাদ/এসআর

Link copied!