পাবনার ভাঙ্গুড়ায় সাড়া ফেলেছে আগলাঘর রেস্টুরেন্ট। চলতি বছরের মার্চে চালু হয়েছে রেস্টুরেন্টটি। উপজেলার পাটুল বাজারে চালুর কয়েক মাসের মধ্যেই ভোজনরসিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠে রেস্টুরেন্টটি।
আগলাঘর রেস্টুরেন্টে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে হবে ভোজনরসিকদের। ছাদের উপর ঘেরা অতিথিদের বসার জায়গা। রোদ হোক বা বৃষ্টি, কোনো আবহাওয়ায় যেন সমস্যা না হয়, তার জন্য বেশ উঁচু করে দেওয়া ছাউনি। পছন্দের খাবার ছাদে বসেই সারতে পারবেন অতিথিরা।
পাবনা ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিদিনই রেস্টুরেন্টটি দেখতে ও খাবারের স্বাদ নিতে ছুটে আসছেন নানা বয়সী অসংখ্য নারী-পুরুষ। ঘরোয়া পরিবেশে সাশ্রয়ী মূল্যে খাবার পরিবেশন এবং খাবারের মান নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। বিশেষ করে হাঁসের মাংস দিয়ে খিচুরি অনেক সুস্বাদু হওয়ায় অল্প দিনেই পরিচিত লাভ করেছে রেস্টুরেন্টটি।
আগলাঘর রেস্টুরেন্টের কথা জানতে পেরে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া থেকে খেতে এসেছেন মোঃ সেলিম রেজা। কথা হলে তিনি বলেন, ভ্রমণে শুধু জায়গা কিংবা প্রাকৃতিক সৌন্দর্যেই মুগ্ধ হতে হবে তা কিন্তু নয়। প্রতিদিনের একঘেয়ে জীবন ছেড়ে কিছুটা আয়েশী জীবনযাপন, প্রকৃতির মাঝেই সুন্দরভাবে সময় কাটিয়ে দেয়া এমনটাও থাকে অনেকের উদ্দেশ্য।
রেস্টুরেন্ট ব্যবসায়ী সোহেল রানা একুশে সংবাদ. কমকে জানান, আমাদের রেস্টুরেন্ট নিয়ে অল্প দিনেই মানুষের অনেক সাড়া পেয়েছি। এখন প্রতিদিনই দুরদুরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আসছেন অনেকে। বিশেষ করে একবেলা হাঁসের মাংস দিয়ে খিচুরি খাওয়ার জন্য।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :