বিশ্বজুড়ে চলছে তাপদাহ। পুড়ছে ক্ষেতখামার, আগান-বাগান। বাংলাদেশের এক বাড়ির মালিক তার গৃহপরিচারক প্রশান্ত কুমার রায়কে বলছেন-
মালিক : হ্যারে প্রশান্ত- ছাদবাগানে পানি দিয়ে আয়- যা। গাছগুলো তো শুকিয়ে যাচ্ছে।
প্রশান্ত : স্যার, আজকে তো বৃষ্টি হবে। ফাও পানি দিতে গিয়ে কষ্ট করবো কেন?
মালিক : বৃষ্টি হবে! কে বললো তোকে?
প্রশান্ত : স্যার, টিভিতে আবহাওয়ার খবরে বললো- আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টি হবে।
মালিক : তোর মাথাটাও গেছে দেখছি। আবহাওয়ার লোকেরা যা বলে ঘটে তার উল্টোটা। ওদের তো মাথার ঠিক নেই। ওরা কথা বলার সময় বলে -‘সম্ভাবনা আছে-হতে পারে’। ঝড়-বৃষ্টির খবর নেই-কক্সবাজারে ১০ নম্বর সতর্ক সংকেত। পরে বলে ঘূর্র্ণিঝড়টা সরে গেছে ভারতের দিকে। ওদের কথায় কান না দিয়ে ছাদে গাছে পানি দিতে।
প্রশান্ত : হ্যালে আর কারে বিশ্বাস করমু স্যার?
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :