শিক্ষক : কি রে তোদের ক্রিকেটের উপর একটা রচনা লিখে আনতে বলছিলাম। সবাই হোম ওয়ার্কটা করেছিস তো?
বল্টু : আমি করতে পারিনি স্যার। মায়ের সাথে সিনেমা দেখতে সিনেপ্লেক্সে গেছিলাম।
শিক্ষক : পল্টু তুই করেছিস?
পল্টু : জি স্যার- একটু করেছি। ২ লাইন লিখেছি মাত্র।
শিক্ষক : কেন? ২ লাইন কেন?
পল্টু : স্যার- বাসায় বান্ধবী বেড়াতে এসেছিল। তাই আর লিখতে সময় পাইনি।
শিক্ষক : তোর খবর কী ছল্টু?
ছল্টু : স্যার- আমি টিভি খুলে একেবারে লাইফ ক্রিকেট রচনা লিখতে ছিলাম। এমন সময় কলকাতার ইডেনে ঝমঝমাঝম বৃষ্টি। তারপর রেমালের তাণ্ডব। আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করলো। বলুন তো স্যার-রেমালের এই ঝড়-বৃষ্টির মধ্যে লিখি কিভাবে? তাই আর লেখা হয়নি।
শিক্ষক : হারামজাদারা- তোদের পিঠে বেত না ভাঙলে তোরা শয়তানি ছাড়বি না।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :