বরিশালের কোপা শামছু ও রংপুরের মফিজ ঢাকার মিরপুরে এক গার্মেন্টে চাকরি করেন। দুজনের মধ্যে খুবই ভালোবাসা। থাকেনও এক মেসে। রাতে ঘুমায়ও এক বিছানায়। মফিজ বিয়ে করবে। কোপা শামছু ২ বছর আগেই বিয়ে করেছে।
মফিজ : দোস্ত- নতুন বিয়ে করুম। কি করুম কিছুই বুঝতে পারছি না। একটু বল তো? তোর তো অনেক অভিজ্ঞতা।
কোপা শামছু : নতুন বিয়ে তাতে সমস্যা নাই। আরে বাসাররাতেই বিড়াল মারতে হবে- দেখবি স্ত্রী সবসময় বশে থাকবে।
মফিজ : তাই।
কোপা শামছু : হুম-
মফিজ বিয়ে করে বউ নিয়ে এসেছে। রাত ১০টা বাজতেই বউকে বললো- তুমি একটু থাকো, আমি ১০ মিনিটের মধ্যে আসতেছি।
মফিজ বাসরঘর থেকে বের হয়ে বিড়াল ধরতে বের হলো। বাড়ির একটা বিড়াল ধরতে যায় আর ছুটে পালায় পাশের জঙ্গলে। এই করে করে রাত ১২টা সময় বিড়ালটা ধরে বাসরঘরে হাজির।
মফিজের স্ত্রী : তুমি একা বাসর ঘরে আমাকে রেখে কোথায় গেলে?
মফিজ : বিড়ালটা ধরতে গেছিলাম।
ঘাটের নিচ থেকে আগে রাখাএকটা রামদা বের করে স্ত্রীর সামনে বিড়ালটাকে এক কোপে গলা কেটে ফেললো। তাই না দেখে বউ সেই যে অজ্ঞান হলো-তার আর চোখ খোলেনি।
কোপা শামছুও বিয়েতে দাওয়তি হিসেবে এসেছিল। সে পাশের ঘর থেকে এসে দেখে.. তারপর বললো-
কোপা শামছু : কি করছোস দোস্ত। বিড়ালটাকে জবা করলি কেন?
মফিজ : তুই না বলছিলি-বাসররাতে বিড়াল মারলে বউ বশে থাকবে।
কোপা শামছু : হায়রে বেকুব। তুই মফিজই রয়ে গেলি।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :