AB Bank
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোন রঙের গোলাপ কিসের অর্থ প্রকাশ করে


Ekushey Sangbad
ফিচার ডেস্ক
০৬:১৫ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৪
কোন রঙের গোলাপ কিসের অর্থ প্রকাশ করে

ফুল হচ্ছে শান্তি, ভালোবাসা, পবিত্র ও শুদ্ধতার প্রতীক। বাইরেও বৈশিষ্টগত কারণে ভিন্ন অর্থ হয়ে থাকে এর। যেমনটা গোলাপের বিভিন্ন রং থাকায় সেসবের অর্থও ভিন্ন। কোনো গোলাপ বিশেষ মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করে। আবার কোনো গোলাপ বন্ধুত্ব প্রকাশ করে।


লাল গোলাপ: বিশেষ কোনো মানুষকে ভালোবাসার কথা জানাতে চাইলে অবশ্যই লাল গোলাপ দিতে হবে। এই গোলাপ ভালোবাসা ও রোমাঞ্চের প্রতীক। গ্রীক ও রোমানদের বিশ্বাস, ভেনাস হলেন ভালোবাসার দেবতা। আর এর প্রতীক হলো লাল গোলাপ। এ জন্য প্রাচীনকাল থেকে ভালোবাসা প্রকাশ করতে লাল গোলাপই বেশি ব্যবহার হয়।

 তাহলে উপহার এমন হওয়া উচিত, যেখানে গোলাপ ফুলের গন্ধ বিশেষ মানুষের জীবনে স্থায়ী হয়। সেক্ষেত্রে উপায়? সহজ উপায় তো রয়েছেই। গোলাপ দিবসের উপহার হিসেবে আদর্শ হতে পারে গোলাপ ফুলের সুগন্ধযুক্ত নানা রকম স্কিনকেয়ার কিট, বডি ওয়াশ, আতর কিংবা ডিও-র মতো সুগন্ধী ইত্যাদি।
সাদা গোলাপ: একতা, শুদ্ধতা ও শান্তির প্রতীক হচ্ছে সাদা গোলাপ। প্রেম শুরু করা বা কাউকে দেখে ভালো লেগেছে, এ ক্ষেত্রে সেই মানুষকে একগুচ্ছ সাদা গোলাপ উপহার দেয়া যেতে পারে। কোনো কোনো ধর্মে বিয়ের অনুষ্ঠানে বর-কনে একে অন্যকে উপহার দিয়ে থাকেন এই ফুল।

Premium Photo | White roses with a black background
হলুদ গোলাপ: এই গোলাপ বন্ধুত্বের অর্থ বহন করে। চেনা বন্ধুত্ব সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার জন্য একগুচ্ছ হলুদ গোলাপই যথেষ্ট। আবার কখনো কখনো আনন্দের প্রতীক হিসেবেও ব্যবহার হয় হলুদ গোলাপ।

কোন গোলাপ কিসের অর্থ প্রকাশ করে?
কমলা গোলাপ: কমলা রঙের গোলাপকে মনে করা হয় আবেগ, অনুভূতি এবং শক্তির প্রতীক। তবে কমলা ও লাল রঙের সংমিশ্রণ করা হলে সে ক্ষেত্রে কমলা বন্ধুত্ব এবং লাল গোলাপ ভালোবাসার অর্থ প্রকাশ করে।

কোন রঙের গোলাপ কী অর্থ প্রকাশ করে?
কালো গোলাপ: কালো রঙের গোলাপ খুবই দুষ্প্রাপ্য। শোক প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই গোলাপ।

Rose‍‍` দিবসে জেনে নিন কোন রঙের গোলাপ কীসের প্রতীক
গোলাপি গোলাপ বা পিঙ্ক রোজ: কোনো ব্যক্তিকে প্রশংসায় ভাসিয়ে দিতে চাইলে বা শ্রদ্ধা জানাতে একগুপ দিতেচ্ছ গোলাপি গোলা পারেন। কারণ, গোলাপি গোলাপকে বলা হয়ে থাকে সৌন্দর্য এবং আভিজাত্যের প্রতীক।

কোন গোলাপ কিসের অর্থ প্রকাশ করে?
ল্যাভেন্ডার গোলাপ: এই রঙের গোলাপ সহজে পাওয়া যায় না। প্রথম দেখায় কারো প্রেমে পড়লে, ভালো লাগার কথা প্রকাশ করতে অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে এই ল্যাভেন্ডার গোলাপ।

কোন গোলাপ কিসের অর্থ প্রকাশ করে?
একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!