দেশে নতুন করে আরও ১৩২টি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস (বৈকালিক স্বাস্থ্যসেবা) শুরু হয়েছে৷ এবারের ধাপে ঢাকা বিভাগের ২৪টিসহ ১৩২টি হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী নতুন এ ১৩২টি সরকারি হাসপাতালে ইনস্টিটিউশিনাল প্র্যাকটিসের উদ্বোধন করেন।
তিনি জানান, ইনস্টিটিউশনাল প্র্যাক্টিসের মাধ্যমে ১২ হাজার রোগী চিকিৎসা নিয়েছেন গত দুই মাসে। আর সার্জারি করা হয়েছে ৭২৫ জনের।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার জন্য এখন পর্যন্ত ১ম ডোজ টিকা দেওয়ার হয়েছে ১৫ কোটি ৭ লাখ। ২য় ডোজ ১৪ কোটি। ১ম বুস্টার ডোজ ৬ কোটি ৭৫ লাখ এবং ২য় বুস্টার ডোজ ৩২ লাখ। সারা দেশে এখন পর্যন্ত ৩৬ কোটি ২১ লাখ করোনার টিকা দেওয়া হয়েছে।
এ সময় ডেঙ্গু নিয়ে জাহিদ মালেক জানান, সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৯০ জন রোগী। এর মধ্যে ঢাকার বাইরে ৮২৮ জন। দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকার দুই সিটি করপোরেশনে। দুই সিটিতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৬২ জন।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, সেখান ৪০০ জন রোগী শনাক্ত হয়েছেন।
এ সময় আরও জানানো হয়, সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে ২৬ জনের। ডেঙ্গু শক ও হরমোরেজিন জ্বরে মারা গেছে অধিকাংশ রোগী।
ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালকে দ্রুত সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :