ডেঙ্গু চিকিৎসায় মাত্রাতিরিক্ত অর্থ নেয়া প্রসঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। আমাদের কাছে বেশ কয়েকটি অভিযোগ এসেছে। এসব অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরকেও সতর্ক থাকতে হবে।
রোববার (১৬ জুলাই) দেশের চলমান ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য সচিব বলেন, বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে। এ বিষয়ে দ্রুত খোঁজ নিতে হবে। যেসব হাসপাতালেই ডেঙ্গু রোগী আছেন, সেগুলোতে টিম পাঠাতে হবে এবং অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে হবে।
তিনি আরো বলেন, ডেঙ্গু চিকিৎসায় ঢাকায় সমস্ত হাসপাতালে প্রিপারেশন দেখতে হবে। রোগীদের যেন বেশি ব্যয় না হয়, সে বিষয়ে খেয়াল রাখবেন। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট দিতে দেরি করলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে আজই একটা নোটিশ জারি করে দেন।
ড. আনোয়ার হোসেন বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গু সংক্রমণের ভালো চিকিৎসা দেওয়া হয়। আমরা চাই ডেঙ্গু রোগীরা যেন সরকারি হাসপাতালেই আসেন। তবে কেউ স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে যেতে চাইলে যেতে পারেন।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :