সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘চর ভাতা’ বাতিলের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘চর ভাতা’ বাতিল করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের গত বছরের ২২ আগস্ট জারি করা আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
বুধবার (১০ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চর ভাতা বাতিল করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের গত বছরের ২২ আগস্ট জারি করা আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ১০ শিক্ষক।
তিনি আরও বলেন, রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ ১১ জনকে বিবাদী করা হয়।
এ রায়ের ফলে চর উপজেলায় কর্মরত শিক্ষকদের ‘চর ভাতা’ নামে মাসিক ঝুঁকি ভাতা প্রদানে বাধা নেই বলেও জানান তিনি।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :