দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ। করোনার ওমিক্রন ধরনের নতুন উপধরন জেএন.১ বিশ্বজুড়ে এ সংক্রমণ ছড়াচ্ছে। টানা তিনদিন ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। তবে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের (৫ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৩৪৮ জনে। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮২ জন অপরিবর্তিত রয়েছে।
এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৫৩৯ জন।
এর আগে, গত শনিবার (৩ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে কারও মৃত্যু না হলেও ২৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ ছাড়া গতকাল রোববার ৩৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এদিনও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :