AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক মানের নার্স তৈরিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫:০৪ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
আন্তর্জাতিক মানের নার্স তৈরিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সরকার দেশের নার্সিং সেক্টরকে বিশ্বমানের করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এর জন্য কানাডাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার এইচ.ই. লিলি নিকোলাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কানাডা সরকার বাংলাদেশে যে উন্নতমানের টিচার্স ট্রেনিং সেন্টার করার উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এছাড়া চাহিদা বাড়ায়, সরকারের পক্ষ থেকে নার্সিং পেশাকে যুগোপযোগী করতে বেশ কিছু পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সবার সহযোগিতায় বাংলাদেশের নার্সিং সেক্টরকে আন্তর্জাতিক মানের করা হবে বলে জানান তিনি।

সাক্ষাৎকালে কানাডিয়ান হাই কমিশনার তার দেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশে আন্তর্জাতিক ও উচ্চতর মানের নার্স টিচার্স ট্রেনিং সেন্টার স্থাপন করাসহ স্বাস্থ্যখাত সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন।

হাই কমিশনার জানান, কানাডায় বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তাদের ভালো চিকিৎসা ও সেবার জন্য দক্ষ নার্স, চিকিৎসক ও টেকনোলজিস্ট প্রয়োজন। কানাডিয়ান হাই কমিশনার ভবিষ্যতে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় সংখ্যক নার্স ও স্বাস্থ্যকর্মী নেয়ার বিষয়ে আগ্রহের কথা জানান।

এ প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বাংলাদেশে পর্যাপ্ত সংখ্যক দক্ষ নার্স, চিকিৎসক রয়েছে বলে কানাডিয়ান হাই কমিশনারকে আশ্বস্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী হাই কমিশনারকে বলেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে ৯৫ হাজার শিক্ষিত নার্স আছে যারা বিশ্বের যেকোনো দেশের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখতে পারবে। তবে, তাদেরকে আরও বেশি দক্ষ ও বিশ্বমানের করতে সঠিকভাবে প্রশিক্ষিত করতে হবে। এ জন্য দক্ষ প্রশিক্ষকও দরকার হবে আমাদের। এক্ষেত্রে কানাডা সরকার বাংলাদেশে যে উন্নতমানের টিচার্স ট্রেনিং সেন্টার করার উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়।’

আলোচনায় কানাডিয়ান হাই কমিশনার বাল্যবিয়ে প্রতিরোধ ও গ্রামের মেয়েদের স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার বিষয়ে কথা বলেন।

এ সময় কানাডিয়ান হাই কমিশনের হেড অব কো অপারেশন অ্যান্ড কাউন্সিলর মিস্টার জো গুডিংস এবং ভারপ্রাপ্ত রাজনৈতিক কাউন্সিলর মিসেস সিইওভান কের কানাডা হাই কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!