AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ভুল চিকিৎসার নামে চিকিৎসকের ওপর আক্রমণ খুবই ন্যক্কারজনক’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩১ পিএম, ৫ জুন, ২০২৪
‘ভুল চিকিৎসার নামে চিকিৎসকের ওপর আক্রমণ খুবই ন্যক্কারজনক’

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ভুল চিকিৎসার নামে কোনো চিকিৎসকের গায়ে হাত তোলার অধিকার কারোর নেই। বুধবার (৫ জুন) সকালে ঢাকা মেডিকেলে প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএমডিসি ছাড়া কারো ভুল চিকিৎসা হয়েছে এ কথা বলারও কারোর অধকিার নেই। ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর যেভাবে আক্রমণ হয়, সেটা খুবই ন্যক্কারজনক।

তিনি আরও বলেন, যে কয়টি ঘটনা তিনি মন্ত্রী হওয়ার প্রত্যেকটি ঘটনাই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন জানিয়েছেন তিনি। এবং তাদের গ্রেফতার করতেও বলেছেন। কারণ এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, একজন চিকিৎসককে ভুল চিকিৎসার নাম করে মারধর করবে।

বর্হিবিশ্বে বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে ভালো ধারণা আছে। সেটি ধরে রাখতে হবে। এজন্য নতুন শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পাশাপাশি ভালো চিকিৎসক হওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ৮১তম ব্যাচের ৩৬০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দেন।

 

একুশে সংবাদ/য.টি/সা.আ

Link copied!