AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোনটি বেশি উপকারী, আপেল নাকি টমেটো?


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৮:২৭ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
কোনটি বেশি উপকারী, আপেল নাকি টমেটো?

টমেটো এবং আপেল দুটিই পুষ্টিগুণে সমৃদ্ধ, তবে তাদের পুষ্টিগুণ ভিন্ন ধরনের এবং নির্ভর করে কীসের জন্য এই তুলনাটি করা হচ্ছে। আপেল ও টমেটোর পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন-


আপেলের পুষ্টিগুণ-
ক্যালোরি: আপেল একটি শক্তির ভালো উৎস (প্রতি ১০০ গ্রামে প্রায় ৫২ ক্যালোরি)।
শর্করা: আপেলে প্রাকৃতিক চিনি (ফ্রুকটোজ) এবং আঁশ (ফাইবার) বেশি থাকে, যা হজমের জন্য ভালো।
ভিটামিন: আপেলে ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন এ থাকে।
অ্যান্টিঅক্সিডেন্ট: আপেল পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা হার্ট সুস্থ রাখতে সহায়তা করে।
পানি: আপেলে ৮৬% পর্যন্ত পানি থাকে।
ফাইবার: হজম ভালো করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

Red and green apples on a white background. Green and red apples juicy on an isolated background. A group of three ripe apples with on a white background. - Photo, Image
টমেটোর পুষ্টিগুণ-
ক্যালোরি: টমেটোতে কম ক্যালোরি থাকে (প্রতি ১০০ গ্রামে প্রায় ১৮ ক্যালোরি), তাই এটি ডায়েটের জন্য ভালো।
ভিটামিন: টমেটো ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ এবং ভিটামিন বি৬-এর সমৃদ্ধ উৎস।
অ্যান্টিঅক্সিডেন্ট: এতে লাইকোপিন নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক।
মিনারেল: টমেটোতে পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকে, যা হার্ট ও মাংসপেশির জন্য ভালো।
পানি: টমেটোতে ৯৪% পর্যন্ত পানি থাকে।
আঁশ: আঁশে পরিপূর্ণ, যা হজমশক্তি উন্নত করে।

Ripe juicy tomatoes - Photo, Image
তুলনা দেখে নিন-
ক্যালোরি: আপেলে বেশি ক্যালোরি থাকায় এটি শক্তি জোগায়, টমেটো কম ক্যালোরিযুক্ত, যা ওজন কমাতে সহায়ক।
ভিটামিন সি: টমেটোতে আপেলের চেয়ে বেশি ভিটামিন সি থাকে।
অ্যান্টিঅক্সিডেন্ট: টমেটোর লাইকোপিন অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটি ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধে কার্যকর।
শর্করা: আপেলে প্রাকৃতিক শর্করা বেশি, যা তাৎক্ষণিক শক্তি দেয়।
পানি: টমেটোতে পানির পরিমাণ বেশি।


সঠিক পুষ্টি পেতে দুইটিই খাদ্যতালিকায় রাখা উপকারী। আপেল ও টমেটো ভিন্ন ভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। শক্তি বা প্রাকৃতিক চিনি চাইলে আপেল উপকারী, আর অ্যান্টিঅক্সিডেন্ট বা কম ক্যালোরি চাইলে টমেটো ভালো।


একুশে সংবাদ//স.টি//র.ন

Link copied!