AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিডিডিআরবিতে এক হাজারের বেশি চাকরিচ্যুতির চিঠি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৩ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৫
আইসিডিডিআরবিতে এক হাজারের বেশি চাকরিচ্যুতির চিঠি

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির নোটিশ দিয়েছে। এসব কর্মকর্তা-কর্মচারী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) অর্থায়িত বিভিন্ন গবেষণা প্রকল্পে কর্মরত ছিলেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে আইসিডিডিআরবির একাধিক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত প্রায় সব প্রকল্প বন্ধ হয়ে গেছে। ফলে এসব প্রকল্পে কর্মরতদের চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়েছে। আইসিডিডিআরবির মোট কর্মীর সংখ্যা প্রায় পাঁচ হাজার, যার মধ্যে প্রায় ২০ শতাংশ (এক হাজারের বেশি) কর্মীকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, সবচেয়ে বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ হারিয়েছেন সংক্রামক রোগ বিভাগের যক্ষ্মাবিষয়ক কর্মসূচি থেকে। যক্ষ্মা কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীরা সরকারের জাতীয় যক্ষ্মানিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে কাজ করতেন।

প্রসঙ্গত, আইসিডিডিআরবির অনেক গবেষণায় অর্থায়ন করে ইউএসএআইডি। বার্ষিক বরাদ্দের ২০ শতাংশের বেশি অর্থ আসে ইউএসএআইডি থেকে। আইসিডিডিআরবিতে কাজ করেন পাঁচ হাজারের বেশি গবেষক, কর্মকর্তা ও কর্মচারী।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!