AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বইমেলায় সাবিনা ইয়াসমিনকে উৎসর্গ করা

ড. অরূপরতন চৌধুরীর বই ‘মুখের ক্যান্সার: প্রতিরোধ ও চিকিৎসা’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪১ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
ড. অরূপরতন চৌধুরীর বই ‘মুখের ক্যান্সার: প্রতিরোধ ও চিকিৎসা’

অমর একুশে বইমেলায় এবার অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী’র লেখা ‘মুখের ক্যান্সার: প্রতিরোধ ও চিকিৎসা’ প্রকাশিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি। চন্দ্রছাপ থেকে প্রকাশিত অরূপরতন চৌধুরী স্বাস্থ্য বিষয়ক তার বইটি উৎসর্গ করেছেন প্রখ্যাত কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে। 

উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন সম্প্রতি মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসেছেন। তার শারিরীক অবস্থা উন্নতি হচ্ছে। ড. অরূপরতন চৌধুরীই প্রথম সাবিনা ইয়াসমিনের মুখের ক্যান্সার শনাক্ত করেন এবং শিল্পী নিয়মিতভাবে তার কাছেই মুখ ও দাঁতের চিকিৎসা করান।

ড. অরূপরতন চৌধুরী বলেন, “সাবিনা একসময় জর্দ্দা, গুল ও পান খেতেন। তার মুখের ক্যান্সারের মূল কারণই হচ্ছে তামাক বা জর্দ্দা। সাবিনা বর্তমানে সুস্থ আছেন এবং গান-বাজনার জগতে ফিরেছেন। সাবিনার এই ক্যান্সার আক্রান্তের ব্যাপারটি সঠিক সময়ে সনাক্ত হওয়ার ফলেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। এই কারণেই বইটি তাকে উৎসর্গ করেছি।”

বইটি হাতে পেয়ে সাবিনা ইয়ানসমিন অত্যন্ত খুশি হয়েছেন এবং একই সাথে আর কেউ যাতে তামাকপাতা, জর্দ্দা, গুল সেবন করে ক্যান্সারের শিকার না হয়, সেজন্য তিনি একটি বাণীও পাঠিয়েছেন। জনসচেতনতায় বাণীটি গণমাধ্যমে প্রচার করা হবে জানান ড. অরূপরতন চৌধুরী।

‘মুখের ক্যান্সার: প্রতিরোধ ও চিকিৎসা’ বইটি নিউ মার্কেটের বইঘর ও আলিঘর লাইব্রেরী, বিশ্ববিতানে পাওয়া যাবে। ড. চৌধুরী স্বাধীনবাংলা বেতার কেন্দ্র, ধূমপান, মাদক, দাঁতের চিকিৎসা, মুখের স্বাস্থ্য বিষয়ে এ নিয়ে তার সর্বমোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৫টি। দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে তিনি অদ্যাবদি ধূমপান ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০১৫ সালে সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশে পদক’ লাভ করেন।
 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!