উচ্চপ্রযুক্তির পরিবহন ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এতে অর্থনীতি আরও গতিশীল হবে এবং সৃষ্টি হবে অন্তত ৫০ হাজার নতুন কর্মসংস্থান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আবুধাবি অর্থনৈতিক উন্নয়ন বিভাগ গতকাল শুক্রবার বলেছে, স্থল আকাশ ও সমুদ্র পথে ব্যবহারের জন্য উচ্চ প্রযুক্তিসম্পন্ন, স্মার্ট ও স্বায়ত্তশাসিত যানবাহন তৈরি করতে মাসদার সিটিকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক পরিবহন শিল্প (সাভি) গড়ে তোলা হবে। অর্থনৈতিক উন্নয়ন বিভাগের কর্মকর্তার বলছেন, এই শিল্প তৈরি হলে আবুধাবির অর্থনীতিতে সাড়ে ২৪ বিলিয়ন থেকে ৩২ দশমিক ৭ বিলিয়ন ডলার অবদান রাখবে। একই সঙ্গে তৈরি হবে অন্তত ৫০ হাজার কর্মসংস্থান।
আবুধাবি অর্থনৈতিক উন্নয়ন বিভাগের চেয়ারম্যান আহমেদ আল জাবি বলেন, সাভি হবে আবুধাবির অর্থনীতির গেম চেঞ্জার। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে এবং তরুণ প্রতিভাবান উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য সুযোগ সৃষ্টি করবে।
আবুধাবি ইনভেস্টমেন্ট অফিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক বদর আল ওলামা বলেন, সার্বিকভাবে প্রকল্পটির তত্ত্বাবধান করবে দ্য স্মার্ট অ্যান্ড অটোনমাস ভেহিকলস ইন্ডাস্ট্রি (সাভি)। আবুধাবির শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয় সাভি প্রকল্পকে। এর মধ্য দিয়ে দেশের অর্থনীতি যেমন টেকসই হবে, তেমনি প্রতিটি মানুষের জীবনমান হবে উন্নত।
পরীক্ষামূলকভাবে গাড়িগুলো নিবরাস আল আইন অ্যারোস্পেস পার্ক, দ্য ইয়াস ম্যারিনা সার্কিট এবং মুসাফফাহ বন্দরে চালানো হবে বলেও জানিয়েছে বদর আল ওলামা। তিনি বলেন, প্রকল্প পরিচালনার জন্য সরকার, বিভিন্ন সংস্থা ও শিল্পোৎপাদন কর্তৃপক্ষের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা হবে।
বাজার ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান স্ফেরিক্যাল ইনসাইটস অ্যান্ড কনসাল্টিংয়ের তথ্যমতে, গত বছর বৈশ্বিক স্মার্ট মোবিলিটি খাতের আকার ছিল ৪৮ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। ২০৩২ সালের মধ্যে এটি ৪০৪ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। অপর এক গবেষণা প্রতিষ্ঠান মরদোর ইন্টেলিজেন্স জানিয়েছে, চলতি বছরে স্বচালিত গাড়ির বাজার ৩৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে। ২০২৮ সালের মধ্যে এটি ২৩ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৩ বিলিয়ন ডলার হবে।
ইতিমধ্যে চালকবিহীন পরিবহন সেবা চালু করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে আবুধাবি সরকার। যেমন পরিষেবা প্রতিষ্ঠান টিএক্সএআইয়ের তত্ত্বাবধানে ইয়াস আইল্যান্ডে স্বচালিত গাড়ি পরিষেবা চালু করা হয়েছে। চলতি সপ্তাহেই চালু হতে যাচ্ছে ট্রামের মতো দেখতে বিদ্যুচ্চালিত বাস।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :