“শেখ রাসেল দিবস” উদযাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজনকরা হচ্ছে বাংলাদেশ স্ক্র্যাচ অলিম্পিয়াড ২০২৩। স্ক্র্যাচ বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, মাকসুদুল আলম সায়েন্স ল্যাব (ম্যাসল্যাব) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ স্ক্র্যাচ অলিম্পিয়াড ২০২৩।
ইলেক্ট্রনিক্স কোম্পানি নিউটনের সহযোগিতায় আয়োজিত এই অলিম্পিয়াডে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা মোট ৩ টি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে।বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে অটোমেশন,কম্পিউটারায়ন ও ডিজিটালাইজেশনের কারণে আমাদের দেশেও প্রযুক্তিবিদ তথা কম্পিউটার প্রোগ্রামারদের চাহিদা বেড়েই চলেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার উদ্দেশ্যে বাংলাদেশেও স্কুল পর্যায় থেকে প্রোগ্রামিং শেখার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু প্রোগ্রামিং এর ভাষা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য না হওয়ায় বাংলায় প্রোগ্রামিং শিক্ষা দেয়ার চেষ্টা করে যাচ্ছে বিডিওএসএন। ইতিপূর্বে প্রোগ্রামিং ভাষা স্ক্র্যাচকে (Scratch.mit.edu) বাংলা ভাষায় লোকালাইজ (অনুবাদ) করার কাজ করেছে বিডিওএসএন যার ফলস্বরূপ Scratch.mit.edu ওয়েবসাইটে বাংলা ভাষা যুক্ত হয়েছে।
স্ক্র্যাচ (Scratch) হল একটি ব্লক ভিত্তিক ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষা, যার মাধ্যমে প্রাইমারী স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে যে কোন বয়সের শিক্ষার্থীরা খুব সহজেই প্রোগ্রামিং লজিক শিখতে পারে। স্ক্র্যাচ শেখার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা গেইম, অ্যানিমেশন ভিডিও এবং কার্টুন তৈরি করতে পারে। স্ক্র্যাচ এ প্রোগ্রামিং করতে কোন কোড শেখার প্রয়োজন নেই, এটি একটি ইন্টারয়াক্টিভ ইন্টারফেস প্রদান করে, যা বোঝার প্রক্রিয়া খুবই সহজ।
বিশ্বের মোট ৭০টি ভাষায় Scratch ওয়েবসাইটে প্রোগ্রামিং করার পাশাপাশি সম্প্রতি বাংলাকে যুক্ত করায় এখন থেকে Scratch দিয়ে বাংলা ভাষায়ও কোডিং করা যায়। এটি আমাদের বাংলা ভাষার জন্য একটি নতুন মাইলফলক যা আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখার নতুন দ্বার উন্মোচন করেছে। ভবিষ্যতে প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতার জন্য শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং জানা আবশ্যক। এই লক্ষ্যে বাংলাদেশ সরকার স্কুলের পাঠ্যসূচিতে প্রোগ্রামিং শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছে। কম্পিউটার প্রোগ্রামিং-কে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এমআইটি উদ্ভাবিত স্ক্রাচ প্রোগ্রামিং এ দক্ষ করার জন্য কাজ করছে বিডিওএসএন।
দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চাকে জনপ্রিয় এবং সহজতর করে তোলার লক্ষ্যে স্ক্র্যাচ প্রোগ্রামিং ভাষাকে বাংলায় ভাষান্তর করার সুফল পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের থেকে শুরু করে সকল পর্যায়ের শিক্ষার্থীরা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে স্ক্র্যাচের পরিচিতি ঘটাতে আগামী ২১ অক্টোবর ২০২৩ তারিখে প্রথমবারের মতো বাংলাদেশ স্ক্র্যাচ অলিম্পিয়াড ২০২৩ আয়োজন করা হচ্ছে। ১ম থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা সরাসরি ৩টা ক্যাটাগরির যেকোনো একটিতে এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে আয়োজিত এ অলিম্পিয়াড বিকাল ২.৩০টা থেকে শুরু হয়ে বিকাল ৫.০০ টা পর্যন্ত চলবে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :