AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বছরের সেরা শব্দ ‘এআই’


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৩৩ এএম, ২ নভেম্বর, ২০২৩
বছরের সেরা শব্দ ‘এআই’

কোটি শব্দ বিচার করে এ বছর এআইকে ওয়ার্ড অব দ্য ইয়ার নির্বাচিত করেছে কলিনস ডিকশনারি কর্তৃপক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপ ‘এআই’ বলা হয়। খবর বিবিসি।

 

অনলাইন ও প্রিন্ট সংস্করণে প্রকাশ পাওয়া গ্লাসগোভিত্তিক কলিনস ডিকশনারি প্রকাশকের তথ্য অনুসারে, এ বছর এআই শব্দের ব্যবহার বেড়েছে চার গুণ। কলিনসের অভিধানপ্রণেতারা বলছেন, শব্দটির ব্যবহার অনেক বেড়েছে এবং এই বছর আনুষ্ঠানিক আলোচনা থেকে আড্ডা কিংবা বৈঠকে শব্দটির ছিল একক আধিপত্য।

 

কলিন্সের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বেক্রফট বলেন, ‘২০২৩ সালের সবচেয়ে আলোচিত বিষয় ছিল এআই। বেশ দ্রুতই আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তি যেমন ইমেইল, স্ট্রিমিং বা অন্যান্য ভবিষ্যতমুখী ব্যবস্থায় যুক্ত হয়েছে এটি।’

 

এ বিষয়ে চ্যাটজিপিটির কাছে মন্তব্য জানতে চায় বিবিসি। জবাবে এআই চ্যাটবটটি জানায়, কলিনস ডিকশনারিতে এআই বছরের সেরা শব্দ হিসেবে বাছাই হওয়ার মাধ্যমে ইঙ্গিত মেলে, বিবর্তনের এই সময়ে পৃথিবীতে উদ্ভাবন ও রূপান্তরের পেছনে কাজ করে অ্যালগরিদম ও ডেটা, সেখানে বড় প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

 

এমন সময় এই ঘোষণা এল, যখন এই ক্ষমতাবান প্রযুক্তি থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার পাশাপাশি এর ঝুঁকিগুলো কমিয়ে আনার লক্ষ্যে ১০০ জন বিশ্ব নেতা, প্রযুক্তি টাইকুন, শিক্ষাবিদ ও গবেষকদের জন্য এআই সম্মেলন আয়োজন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

Shwapno
Link copied!