AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওপেনআইতেই ফিরলেন স্যাম অল্টম্যান


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫:৩০ পিএম, ২২ নভেম্বর, ২০২৩
ওপেনআইতেই ফিরলেন স্যাম অল্টম্যান

ওপেনএআই-এর সিইও পদ থেকে অব্যাহতি পাওয়ার পর মাইক্রোসফটে যোগ দিচ্ছেন স্যাম অল্টম্যান, এমন কথাই শোনা যাচ্ছিল। এ ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এলো নতুন ঘোষণা।ওপেনআইতেই ফিরলেন স্যাম অল্টম্যান বুধবার শোনা গেছে, ফের ওপেনএআই-তেই সিইও পদে ফিরতে চলেছেন স্যাম অল্টম্যান। পাশাপাশি বদলে যাচ্ছে ওপেনএআই-র বোর্ড সদস্যরাও।

কোম্পানিটির এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, ওপেনএআই-র সিইও পদে স্যাম অল্টম্যানকে ফিরিয়ে আনার সিদ্ধান্তে একমত হয়েছি আমরা। ওপেনএআই-র নতুন বোর্ড সদস্য হচ্ছেন ব্রেট টেলর (চেয়ার), ল্যারি সামারস ও অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো।

অন্যদিকে স্যাম অল্টম্যানও ওপেনএআই-তে ফেরার কথা স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি লেখেন, আমি ওপেনএআই-কে ভালবাসি এবং বিগত কয়েকদিন ধরে আমি যা কিছু করেছি, তা এই দল ও মিশনকে একসঙ্গে রাখার জন্য। ওপেনএআই-তে ফেরার জন্য এবং মাইক্রোসফটের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ার জন্য আমি মুখিয়ে রয়েছি।

স্যাম অল্টম্যান ওপেনএআই-তে ফেরার কথা ঘোষণা করতেই প্রতিক্রিয়া জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান সত্য নাদেলা। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ওপেনএআই বোর্ডে যে পরিবর্তন হচ্ছে, তাতে আমরা উৎসাহিত। আমাদের বিশ্বাস, কোম্পানির আরও স্থিতিশীল, তথ্যনিষ্ঠ ও কার্যকর পরিচালনের জন্য এটা প্রথম পদক্ষেপ।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জগতে জোয়ার আনে চ্যাটজিপিটি। আর চ্যাটজিপিটির হাত ধরেই প্রচারের আলোয় আসেন স্যাম অল্টম্যান।

একুশে সংবাদ/এস কে

Link copied!