AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাটজিপিটিতে এলো ভয়েস চ্যাটের সুবিধা


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১:৩৬ এএম, ২৪ নভেম্বর, ২০২৩
চ্যাটজিপিটিতে এলো ভয়েস চ্যাটের সুবিধা

আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চ্যাটজিপিটিতে ভয়েস ফিচার যোগ করেছে ওপেনএআই। এটি একটি প্রিমিয়াম ফিচার যা পেইড ইউজারদের জন্য সেপ্টেম্বরে এনেছিল উদ্ভাবনকারী প্রতিষ্ঠান। ফিচারটি এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

পেইড ইউজারদের জন্য প্রিমিয়াম ফিচারটি সেপ্টেম্বরে লঞ্চ করেছিল ওপেনএআই। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়েস ফিচার এখন থেকে সকলের জন্য উন্মুক্ত। ২২ নভেম্বর থেকে চ্যাটজিপিটির সমস্ত ব্যবহারকারীরা এটির সুবিধা নিতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের টেক্সট টু স্পিচ মডেল মানুষের আওয়াজ সামান্য কয়েকটি শব্দ এবং কয়েক সেকেন্ডের স্পিচ শুনেই শনাক্ত করে নিতে পারবে। এভাবে ক্রিয়েটরদের কাছে চ্যাটজিপিটির মাধ্যমে সৃষ্টিশীল ফলাফল বের করার সুযোগ থাকবে।


চ্যাটজিপিটি ভয়েস কীভাবে ব্যবহার করবেন?

চ্যাটজিপিটি অ্যাপের চ্যাট স্ক্রিনের নিচে কোণের দিকে একটি হেডফোন আইকন যোগ হয়েছে।
সেই আইকনে ক্লিক করতে হবে। সেখানে ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ভয়েস সিলেক্ট করতে হবে। পরে সেই ভয়েস বদলাতেও পারবেন।

এবার সেই ভয়েস দিয়ে চ্যাট করতে পারবেন অ্যাপে। আপনি মুখে যা যা বলছেন তা সব শনাক্ত করতে সক্ষম এআই টুল। আপনার ভাষা শনাক্ত করে সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেবে এই অ্যাপ।

এই সুবিধা চ্যাটজিপিটি ব্যবহারের অভিজ্ঞতায় বড় চমক আনবে বলে মনে করছেন অনেকে। নিয়মিত যারা এআই টুল ব্যবহার করেন অথবা অনলাইন দুনিয়ায় বিভিন্ন কাজের চ্যাটজিপিটির ভরসা করেন, তাদের কাছে এই ফিচার সুবিধাজনক হতে পারে।

একুশে সংবাদ/এস কে

Link copied!