AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যবহৃত স্মার্টফোন বিক্রির আগে যা খেয়াল রাখবেন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:২৩ পিএম, ২২ ডিসেম্বর, ২০২৩
ব্যবহৃত স্মার্টফোন বিক্রির আগে যা খেয়াল রাখবেন

বর্তমানে নিত্যনতুন স্মার্টফোন বাজারে আনছে বিভিন্ন কোম্পানি। এতে যুক্ত করা হচ্ছে আধুনিক সব সুবিধা। ফলে অনেকেই প্রয়োজন বা অগ্রাধিকার বিবেচনায় নতুন ডিভাইস কেনার জন্য পুরনো স্মার্টফোনটি বিক্রি করে দেয়। ব্যক্তিগত সুরক্ষার জন্য ফোন বিক্রির আগে বেশকিছু বিষয় করণীয়।

প্রথমেই স্মার্টফোনে লগ ইন থাকা সব অ্যাকাউন্ট লগ আউট করতে হবে। বিশেষ করে গুগল অ্যাকাউন্ট, জিমেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও প্লে স্টোর। এগুলো লগ ইন থাকলে গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো অ্যাপ লগ আউটের পাশাপাশি আনইনস্টল করা উচিত।

অ্যাকাউন্ট লগ আউটের পর ডিভাইসে থাকা মাইক্রো এসডি কার্ড খুলে ফেলতে হবে। অনেকে কার্ডসহ স্মার্টফোন বিক্রি করে দেয়। ফলে তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থাকে।

ব্যবহৃত ফোন বিক্রির আগে গুগলসহ সব জায়গার সার্চ হিস্ট্রি ডিলিট করতে হবে। ওয়েব ব্রাউজার থেকে শুরু করে কল হিস্ট্রি কিংবা ইউটিউব সব জায়গায় এ কাজ করতে হবে।

অতিরিক্ত ইনস্টল করা সব অ্যাপ আনইনস্টল করে দিতে হবে। আর সবশেষে স্মার্টফোনটির সব ফাইল, ছবি ব্যাকআপ করার পর রিসেট দেওয়া উচিত। এতে ডিভাইসে থাকা সব ধরনের ফাইল ও ক্যাশে হিস্ট্রি মুছে যাবে। নতুন ফোনের মতো মনে হবে। তবে এর আগে অবশ্যই ফোনে থাকা ছবি, কন্টাক্ট ও বিভিন্ন ফাইল সংরক্ষণ করতে হবে।

একুশে সংবাদ/এসআর

Link copied!