বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল অনেকদিন আগেই তাদের গোপনে ব্রাউজিং করার ইনকগনিটো মোড এনেছে। গুগল ক্রোমে এই মোড ব্যবহার করলে ব্যবহারকারীর অ্যাক্টিভিটি সেভ হয় না। যে কারণে বহু ব্যবহারকারী প্রাইভেট ব্রাউজিং করার জন্য এই মোড বেছে নেন।
তবে ইনকগনিটো মোড যে সম্পূর্ণ নিরাপদ, তা ভাবা কিন্তু বোকামি হবে। কারণ এখানেও ব্যবহারকারীর ডাটা ট্র্যাক হতে পারে। তাই সার্চ করার পর তা মুছে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অনেকেই জানেন না ইনকগনিটো মোডের সার্চ হিস্ট্রি কীভাবে ডিলিট করতে হয়। কারণে এখানে ডিলিট করার কোনো অপশনই যে নেই।
তাহলে হিস্ট্রি মুছব কী ভাবে? কম্পিউটারের পাশাপাশি মোবাইলে খুব সহজে ডিলিট করতে পারবেন এই হিস্ট্রি। জেনে নিন উপায়-
অ্যান্ড্রয়েড ফোনে ইনকগনিটো সার্চ হিস্ট্রি ডিলিট করতে-
> প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, তারপর এন্টার করুন
> এই ইউআরএল কপি করে ইনকগনিটো মোডে সার্চ করতে পারেন
> যে ট্যাব খুলবে সেখানে বাম দিকে ‘ডিএনএস’ অপশনে ক্লিক করতে হবে
> এবার ‘ক্লিয়ার হোস্ট ক্যাশ’ অপশনে ট্যাপ করুন
> এটি করলে ডিএনএস ক্যাশ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে।
আইফোনে যেভাবে হিস্ট্রি ডিলিট করবেন-
> আইফোনে আপার রাইট কর্নারে সোয়াইপ আপ করে কন্ট্রোল সেন্টার খুলুন
> এবার এয়ারপ্লেন মোড অ্যাক্টিভ করতে হবে
> এই ছোট্ট কাজ করলেই ওয়াইফাই, ব্লুটুথ ডিসেবেল হয়ে যাবে এবং অটোমেটিক ডিএনএস ক্যাশ ডিলিট করে দেবে
> এবার যখনই ইনকগনিটো মোডে সার্চ করার সেই হিস্ট্রি ডিলিট করতে চান এই পদ্ধতি অনুসরণ করতে পারেন
উইন্ডোজে যেভাবে ডিলিট করবেন-
> এজন্য উইন্ডোসের স্টার্ট মেনুতে চলে যান, এখানে সার্চ করুন cmd
> তারপর ‘রান আস অ্যাডমিনিস্ট্রেটর’ অপশনে ক্লিক করতে হবে
> এবার ipconfig/flushdns কমান্ড টাইপ করে এন্টার করুন
> এই ভাবে ইনকগনিটো মোডের সব ডিএনএস ক্যাশ ডাটা মুছে ফেলতে পারবেন
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :