AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষ হলো ১ম ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৯ পিএম, ১৫ মার্চ, ২০২৪
শেষ হলো ১ম ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ

ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ বা টেকনোজিয়ান এর বাংলাদেশ পর্বের আঞ্চলিক প্রতিযোগিতা শেষ হলো। গত ৮ এবং ৯-ই মার্চ, ২০২৪ এ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)এর ক্যাম্পাসে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টেকনোজিয়ান এর জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-র উপ-উপচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. শহীদুল ইসলাম খান, ব্রেইনস্টেশনের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউট এর অধ্যাপক ড. এম মেসবাহউদ্দীন সরকার এবং ১ম টেকনোজিয়ান বাংলাদেশের সিলভার স্পন্সর ‘ফনা ইনফোটেক’ এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম।

দুই দিনের এ প্রতিযোগিতায় মোট ৭টি ক্যাটাগরিতে ৬টি বিভাগের ৬০ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ ক্লাবের প্রায় ১ হাজার ৫০ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪০০ এর অধিক নারী প্রতিযোগী। ক্যাটাগরিগুলো হলো রোবো সকার, রোবো রেস, ফাস্টেস্ট লাইন ফলোয়ার, ইনোভেশান কন্টেস্ট, বটস কমব্যাট, বিজনেস কেস কম্পিটিশান এবং এড মেকিং চ্যালেঞ্জ। পুরো প্রতিযোগিতায় সব মিলিয়ে ১০ জন এক্সটার্নাল বিচারক ছিলেন যারা বিজয়ীদের নির্বাচিত করেন। অন্য ২টি সেগমেন্ট ‘ড্রোন চ্যালেঞ্জ’ এবং ‘ওয়াটার রকেট চ্যালেঞ্জ’ এ বিভাগীয় বিচারকদের মাধ্যমে বাছাইকরন করা হয়। জাতীয় পর্বে ৭ ক্যাটাগরিতে মোট ১৪ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় মেডেল, সার্টিফিকেট ও নগদ টাকার চেক। সর্বমোট প্রায় ৪ লক্ষ টাকার প্রাইজমানি দেয়া হয়।

একুশে সংবাদ/এস কে

Link copied!