জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ভুল বার্তা পাঠানোর পর সেগুলো বিভ্রান্তি সৃষ্টি করার আগেই এডিট করার সুযোগ দিচ্ছে প্ল্যাটফর্মটি। এডিট করার এ ফিচার আপডেট অ্যানড্রয়েড, আইফোন, উইন্ডোজ ও অন্যান্য হোয়াটসঅ্যাপ সংস্করণে রয়েছে।
উইন্ডোজে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে-
উইন্ডোজে হোয়াটসঅ্যাপ চালু করে চ্যাট থ্রেড খুলুন।
এরপর মেসেজের ওপরে রাইট ক্লিক করুন।
এডিট অপশনটি বাছাই করুন।
হোয়াটসঅ্যাপ আগের পাঠানো বার্তাটি ওপরে দেখাবে।
এরপর একটি নতুন মেসেজ টাইপ করে ওপরের পুরোনো বার্তাটির সঙ্গে মিলিয়ে দেখুন।
এবার ডান পাশের টিক চিহ্নে ক্লিক করলেই মেসেজটি এডিট হয়ে যাবে।
অ্যানড্রয়েডে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে-
প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ চালু করে একটি চ্যাট থ্রেড খুলুন।
যে মেসেজটি এডিট করতে চান এর ওপরে প্রেস করে ধরে রাখুন।
ওপরে ডান কোণায় থাকা থ্রি ডট মেন্যুতে ট্যাপ করতে হবে।
এবার এডিট অপশন বাছাই করুন।
ভুল ঠিক করে বা একেবারে নতুন একটি মেসেজ লিখে টেক্সটের ডান পাশের টিক চিহ্নে ট্যাপ করুন।
আইফোনে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে-
আইফোন থেকে হোয়াটসঅ্যাপে একটি চ্যাট থ্রেড চালু করুন।
নির্দিষ্ট মেসেজের ওপরে ট্যাপ করে ধরে রাখুন।
এরপর ফ্লোটিং মেন্যু আসলে এডিট অপশনটি বেছে নিন।
মেসেজ এডিট করে ডান পাশের টিক চিহ্নে ট্যাপ করে পাঠিয়ে দিন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :