AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো যেসব সুবিধা


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪:১৪ পিএম, ১৮ মে, ২০২৪
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো যেসব সুবিধা

হোয়াটসঅ্যাপে চালু হয়েছে একাধিক নতুন ডিজাইন। এই অ্যাপে এখন ব্যবহারকারীরা পাবেন আরও বেশি ডার্ক মোড। আইওএস এবং অ্যানড্রয়েড - দুই অপারেটিং সিস্টেমেই পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ অ্যাপের নতুন ডিজাইন এবং ফিচার।

হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সানে ব্যবহারকারীদের জন্য কী কী চমক রয়েছে, চলুন দেখে নেয়া যাক-

হোয়াটসঅ্যাপে ডার্কার ডার্ক মোড

হোয়াটসঅ্যাপ এখন আমাদের অনেকেরই প্রায় সারাক্ষণের সঙ্গী। এদিকে বেশিক্ষণ ফোনের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেখলে আপনার চোখের উপর চাপ পড়তে পারে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আরও বেশি ডার্ক মোড এনেছে অ্যাপ কর্তৃপক্ষ।

ব্যবহারকারীদের চোখে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্যই এই ফিচার চালু করা হচ্ছে। নতুন ডার্ক মোডে ফোনে কম আলো দেওয়া থাকলেও ব্যবহারকারীরা ভালোভাবে হোয়াটসঅ্যাপ দেখতে এবং ব্যবহার করতে পারবেন। তাদের চোখের কোনো অসুবিধা হবে না। আগের মতোই সবুজ রঙের ছোঁয়া রয়েছে। তবে এবারের সবুজ রং একটু আলাদা শেডের।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন আইকন এবং বাটন

এসব আইকন এবং বাটনের ডিজাইনেও এসেছে পরিবর্তন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে এসেছে নতুন অ্যানিমেশন এবং নতুন ডিজাইনের ইলাস্ট্রেশন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন আইকন এবং বাটনের ডিজাইন ও রং পরিবর্তনের ফলে সেগুলো দেখতে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। এসব আইকন, বাটনের ক্ষেত্রে তাদের আকার-আকৃতির দিকেও ব্যবহারকারীদের নজর আকর্ষণ করার বিষয়টিই মাথায় রেখেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার

হোয়াটসঅ্যাপে এই ফিচার কিছুদিন আগেই চালু হয়েছে। শুধু মোবাইল ভার্সন নয়, ওয়েব মাধ্যমেও এই ফিচারের পরিষেবা পাবেন ব্যবহারকারীরা। অল, আনরিড, গ্রুপ তিনটি আলাদা চ্যাট ফিল্টার থাকছে হোয়াটসঅ্যাপে।

অল বিভাগে থাকবে সব চ্যাট। আনরিড বিভাগে থাকবে সেসব মেসেজ, যেগুলো আপনার পড়া হয়নি। অনেক সময় হোয়াটসঅ্যাপের মেসেজ আমাদের পড়া হয় না। আর অন্যান্য নতুন মেসেজের ভিড়ে ওইসব না পড়া মেসেজ পিছনে হারিয়ে যায়। এই সমস্যা থেকে ইউজারদের মুক্তি দেবে আনরেড চ্যাট ফিল্টার। আর গ্রুপ বিভাগে থাকবে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে আসা মেসেজ। এর ফলেও গ্রুপের বিভিন্ন মেসেজ খুঁজে পেতে সুবিধা হবে। না পড়া হলেও পরে খুঁজে পাওয়া যাবে, হারিয়ে যাবে না।

একুশে সংবাদ/এস কে  

 

Link copied!