মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্নরকম বার্তা ও ফাইল আদান-প্রদান করা হয়। এমনকি অডিও-ভিডিও কলও করা যায়। জনপ্রিয়তার কারণে এই অ্যাপে প্রতারকদের নজর পড়েছে। হোয়াটসঅ্যাপের কয়েকটি সেটিংস রয়েছে, যা পরিবর্তন করলে আপনি অনেকাংশেই নিরাপদ থাকবেন। দেখে নিন সেটিংসগুলো-
লোকেশন প্রটেক্ট (Location Protect)
আপনার হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে গিয়ে > Advanced > Protect ID Address in Calls – অন করে নিন। এর ফলে আপনার লোকেশন কখনোই কেউ ট্রাক করতে পারবে না। এমনকি এই মুহূর্তে আপনি কোথায় আছেন তাও কেউ জানতে পারবে না। এমনটা না হলে, আপনার লোকেশন সহজেই ট্রাক করা যাবে।
আননোন কল (Unknown Calls)
অপরিচিত কল থেকে মুক্তি পেতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপের সেটিংয়ের প্রাইভেসিতে > Calls> Silence Unknown Callers – এটা অন করে নিন। এর ফলে তারা কল করলে, আপনি সহজেই ইগনোর করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Groups)
কখনো কখনো আপনার ক্ষেত্রেও এমনটা হয়েছে যেখানে আপনি না চাইতেও কিছু অপরিচিত গ্রুপে অ্যাড হয়ে গেছেন। এর থেকে মুক্তি পেতে আপনি হোয়াটসঅ্যাপের সেটিংয়ের প্রাইভেসিতে > Group> My Contact – বেছে নিন। এর ফলে কোনো অপরিচিত গ্রুপ আপনাকে অ্যাড করতে পারবে না।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :