AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিডিয়া রিলিজ বিডিঅ্যাপস’র সেরা ডেভেলপাররে নিয়ে মিলনমেলার আয়োজন করল রবি


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬:০২ পিএম, ১ অক্টোবর, ২০২৪
মিডিয়া রিলিজ বিডিঅ্যাপস’র সেরা ডেভেলপাররে নিয়ে মিলনমেলার আয়োজন করল রবি

দেশের  শীর্ষস্থানীয়  ডিজিটাল  সেবাদাতা  প্রতিষ্ঠান  রবি  আজিয়াটা  পিএলসি‍‍`র আয়োজনে  অনুষ্ঠিত হল ডেভেলপাররে  মিলনমেলা ‘বিডিঅ্যাপস কানেক্ট:  এনগেজ অ্যান্ড  ইনোভেট ২০২৪’। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে রবি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে সারাদেশ থেকে অংশগ্রহণ করেন বিডিঅ্যাপস’র ২০২৪ সালের সেরা ৫০ জন ডেভেলপার।

আয়োজনটিতে ছিল দিনব্যাপী আলোচনা, উদ্ভাবনী কার্যক্রম ও নেটওয়ার্কিং। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল অ্যাপ আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা দলভিত্তিক অ্যাপ আইডিয়া উপস্থাপন করেন। রেলওয়ে  খাতে  উদ্ভাবিত  সেরা  আইডিয়ার  জন্য  ‘টিম  পাওয়ার  রেঞ্জার্স’  প্রথম  স্থান অধিকার  করে  এবং  সেরা পারফর্মার নির্বাচিত হন সুমিত সিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসি‍‍`র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমে এবং জেনারেল ম্যানেজার (ডিজিটাল ভ্যাস ও নিউ বিজনেস) শফিক শামসুর রাজ্জাক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল ড্রপআউটস-এর প্রতিষ্ঠাতা রাফায়াত রাকিব। তিনি তার অনুপ্রেরণামূলক যাত্রা এবং এই শিল্পের বিভিন্ন দিক-নির্শেনা উপস্থাপন করে ডেভেলপারদের আগামীর পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন। ডেভেলপারদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে শিহাব আহমে বলেন, “বিডিঅ্যাপস কমিউনিটির প্রতিটি সদস্যকে নিয়ে  আমরা  গর্বিত।  তারে  সৃষ্টিশীলতায়  আমরা  এক  নতুন  ডিজিটাল  সম্ভাবনার  েিক  এগিয়ে  যাচ্ছি।  এই প্ল্যাটফর্মটি ডেভেলপাররে একত্রিত করার একটি মঞ্চ হিসেবে কাজ করছে। এতে নতুন নতুন উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমাদের সমাজ আরও শক্তিশালী হবে।” 

বিডিঅ্যাপস   একটি  অ্যাপ  স্টোর  ও  এপিআই  হাব,  যা  কনটেন্ট  প্রোভাইডার  ও  অ্যাপ্লিকেশন ডেভেলপাররে তাদের উদ্ভাবন থেকে উপার্জন করতে সহায়তা করছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে  ৫০ হাজারের বেশি ডেভেলপার এবং এক লাখেরও বেশি অ্যাপ রয়েছে। রবি সম্পর্কে:  রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম  কোম্পানি  মালয়েশিয়াভিত্তিক  আজিয়াটা  গ্রুপ  বারহাদের  সিংহভাগ  মালিকানা  (৬১.৮২%)  রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী  এয়ারটেলের  (ভারত)  শেয়ার  রয়েছে  ২৮.১৮%।    রবি  বাংলাদেশের  দ্বিতীয়  বৃহত্তম  মোবাইল  ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি।দেশের প্রতিটি প্রান্তে  উদ্ভাবনী  সেবা  পৌঁছে  দেওয়ার  উদ্দেশ্যে  রবি  অব্যাহত  বিনিয়োগের  মাধ্যমে  শক্তিশালী  টেলিযোগাযোগ অবকাঠামো  গড়ে  তুলেছে।

দেশজুড়ে  থাকা  এ  অবকাঠামো  ডিজিটাল  পণ্য  ও  সেবা  সরবরাহের  পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।

একুশে সংবাদ/ এস কে

Link copied!