AB Bank
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীনের বাজারে অত্যাধুনিক প্রযুক্তি পণ্য উন্মোচন করল শাওমি


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬:৩১ পিএম, ৬ নভেম্বর, ২০২৪
চীনের বাজারে অত্যাধুনিক প্রযুক্তি পণ্য উন্মোচন করল শাওমি

প্রতিবারের মতো এবারও চীনে অত্যাধুনিক নতুন প্রযুক্তি পণ্য প্রদর্শনীর আয়োজন করলো শাওমি। এতে দেশটির প্রযুক্তিপ্রেমীদের বৃহৎ পরিসরে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তি পণ্য তুলে ধরা হয়। এরমধ্যে রয়েছে শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো, শাওমি ওয়াচ এস৪, শাওমি ম্যাস সিস্টেম বিই৩৬০০ প্রো, শাওমি স্মার্ট ডোর লোক এম৩০ সিরিজ এবং শাওমি টিভি প্রো মিনি এলইডি ২০২৫ সহ বেশকিছু অত্যাধুনিক ডিভাইস ও অন্যান্য উন্নত প্রযুক্তি পণ্যে।

নতুন এসব পণ্যের মাধ্যমে শাওমি আবারও দৈনন্দিন জীবনযাপনে অধিকতর সুরক্ষার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো। অনুষ্ঠানে যেসকল গ্রাহকরা প্রাত্যহিক জীবনে স্বাস্থ্য সুরক্ষা প্রযুক্তি পণ্য পরিধানে স্টাইল ও কার্যকারিতা উভয় চান তাদের জন্য ১.৭৪ ইঞ্চি এমোলেড ডিসপ্লে ও ২১ দিন চলার সক্ষমতা সম্পন্ন ব্যাটারি সমৃদ্ধ শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো ও নানামুখী
সুবিধা সম্বলিত শাওমি স্মার্ট ওয়াচ বিশেষভাবে তুলে ধরা হয়।

প্রদর্শনিত উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে শাওমি মেশ সিস্টেম বিই৩৬০০ প্রো, শাওমির রাউটার আপনার বাসা-বাড়িতে কোন সমস্যা ছাড়া শক্তিশালী ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করবে।শাওমি এম৩০ স্মার্ট ডোর লক আধুনিক স্মার্ট বাড়িগুলোর নিরাপত্তার জন্য এক অনন্য উপকরণ।

যার মাধ্যমে আপনার বাসস্থান থাকবে আরও বেশি নিরাপদ। শাওমি সবশেষ আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ টিভি শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৫ সিরিজ উচ্চতর ভিজ্যুয়াল স্পষ্টতা এবং স্মার্ট কার্যকারিতাসহ বাড়ির বিনোদন আরও বাড়িয়ে দিবে।

উন্মোচিত অত্যাধুনিক পণ্যগুলো গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট, ব্যবহারবান্ধব, ফিটনেস টেকনোলজি, বিনোদন এবং যোগাযোগে সাহায্য করবে। এই অত্যাধুনিক প্রযুক্তি পণ্যগুলোতে শাওমি গ্রাহকরা আরও ভালো অভিজ্ঞতা পাবে। আগামী মাস থেকে চীনের গ্রাহকরা এই স্মার্ট পণ্যগুলো ব্যবহার করতে পারবেন।

 

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!