AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিজিটাল সেবা সহজলভ্য করতে বাংলালিংক ও ভিভোর অংশীদারিত্ব


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩:৫৬ পিএম, ১৪ নভেম্বর, ২০২৪
ডিজিটাল সেবা সহজলভ্য করতে বাংলালিংক ও ভিভোর অংশীদারিত্ব

ভিভোর সাথে অংশীদারিত্বে তরুণদের জন্য ডেটা অফার নিয়ে এসেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ অফারের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন; সাথে মিলবে এক্সক্লুসিভ কনটেন্ট দেখার সুযোগ। 

‘ইয়ুথস চয়েজ স্মার্টফোন,’ এ ধারণায় উজ্জীবিত হয়ে ভিভো ভি৪০ লাইট এবং ভিভো ওয়াই১৯ এস - এর সাথে ১৮ জিবি ফ্রি ডেটা প্যাকের অফার নিয়ে এসেছে বাংলালিংক। বাংলালিংক স্টোর, ভিভো স্টোর অথবা ওপেন চ্যানেল থেকে (স্টক থাকা সাপেক্ষে) থেকে হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে পুরোনো ও নতুন বাংলালিংক ক্রেতারা ১৮ জিবি ডেটা উপভোগ করবেন। ৩ মাসে গ্রাহকদের এ ডেটা দিবে বাংলালিংক। 

প্রথম মাসে অফারটি পেতে ক্রেতাদের *১২১*৭০১# ডায়াল করতে হবে। পরের মাসের বান্ডেল অফারগুলো পেতে ক্রেতাদের ডায়াল করতে হবে *১২১*৭০২#। প্রথম মাসের ৬ জিবি প্যাকের মধ্যে থাকছে ১ জিবি ৪জি, ৩ জিবি টফি ও ২ জিবি বিআইপি ইন্টারনেট। পাশাপাশি, দ্বিতীয় ও তৃতীয় মাসের ৬ জিবি প্যাকের মধ্যে থাকছে ২ জিবি ৪জি, ২ জিবি টফি ও ২ জিবি বিআইপি ইন্টারনেট। ফ্রি ডেটা প্যাকগুলোর মেয়াদ থাকবে ৭ দিন। 

এ বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “প্রয়োজনীয় বিষয় নিশ্চিত করার মাধ্যমে দেশের তরুণদের ক্ষমতায়নে আমাদের লক্ষ্যের সাথে মিল রেখে ভিভোর অংশীদারিত্বে নতুন এ অফার নিয়ে এসেছি। অফারটির ব্যক্তিনির্ভর সমাধানের মাধ্যমে সবার জন্য স্মার্টফোন ও তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হবে; তাদের সামগ্রিক ডিজিটাল জীবনযাত্রা আরও সমৃদ্ধ হবে। আমাদের সম্মানিত ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে বিশেষ এ অফার ও ডেটা বোনাসগুলো নিয়ে আসা হয়েছে। একটি স্বনির্ভর এবং ডিজিটাল ও প্রযুক্তিপ্রেমী জাতি গড়ে তোলার মাধ্যমে দেশের ক্ষমতায়নের লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাবো।”

ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেন, “মিড-প্রাইস রেঞ্জের সেরা ফোন হিসেবে ভিভো ভি৪০ লাইট এবং ভিভো ওয়াই১৯ এস - এর সাথে ডেটা প্যাক অফার নিয়ে আসার ক্ষেত্রে বাংলালিংকের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। ভিভোর ফিচার-সমৃদ্ধ স্মার্টফোনের সাথে বাংলালিংকের ফোরজি ডেটা ব্যবহারকারীদের ডিজিটাল বিশ্বে বিচরণকে আরও সহজ করে তুলবে।”


একুশে সংবাদ/ এস কে

Link copied!