বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।। এর আগে গতকাল (বুধবার) বিশ্বজুড়েই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মতো অ্যাপগুলোয় প্রবেশের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন গ্রাহকেরা।
এ সময় তাঁরা অ্যাপগুলোয় নতুন কোনো পোস্ট দেখতে পারছিলেন না। সেই বিভ্রাট কাটিয়ে ওঠা গেছে বলে জানিয়েছে মেটা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বিভ্রাটের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একই বিবৃতি দিয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষও।
গতকাল সন্ধ্যায় ২২ হাজারের বেশি মানুষ ফেসবুক ও ১৮ হাজারের বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন। এর আগে গত মার্চ মাসেও এমন বিভ্রাট দেখা দিয়েছিল মেটার ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডের মতো অ্যাপগুলোয়।
একুশে সংবাদ//ই.পে//র.ন
আপনার মতামত লিখুন :