ফ্রিজের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি অতিরিক্ত বরফ জমে যাওয়া। অনেকের ফ্রিজে প্রায়ই বরফের মোটা লেয়ার পড়ে যায়। ফলে ফ্রিজে রাখা জিনিসগুলো প্রয়োজনের সময় বের করা খুবই কষ্ট হয়ে যায়। গরমকালে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে রাখতে হয়। শীতেও ঠিক তেমন কমিয়ে রাখা জরুরি। শীতকালে পরিবেশের তাপমাত্রা গরমের চেয়ে অনেকটাই কম থাকে। শীতে সব খাবার ফ্রিজে রাখার প্রয়োজনও থাকে না। তবে দেখা যায়, শীতে তাপমাত্রা ঠিক না রাখার কারণে ফ্রিজে বরফ জমে যায়।
আসুন জেনে নেওয়া যাক ফ্রিজে অতিরিক্ত বরফ জমার সমস্যার সমাধান কীভাবে করবেন-
>> ফ্রিজগুলোর যা ফ্রোস্ট টাইপ তাতে সাধারণ বরফ জমা স্বাভাবিক। কিন্তু ফ্রিজের অনেক সমস্যা অসতর্কতার কারণেই হয়। সর্বপ্রথম যে বিষয়টি তা হলো সঠিক স্থানে ফ্রিজ বসানো। কিচেনে যদি এক্সহস্ট সিস্টেম ভালো না থাকে তবে ফ্রিজটি যেন কিচেনে না রাখা হয়। দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে ফ্রিজের অবস্থান নির্বাচন করুন। এতে ফ্রিজের কম্প্রেসার সহজে ঠান্ডা হতে পারে।
>> প্রথমেই ফ্রিজের পাওয়ারটি আনপ্লাগ করুন এবং কিছু সময় অপেক্ষা করুন যাতে বরফগুলো কিছুটা নমনীয় হয়। হালকা গরম পানি স্প্রে করতে পারেন। তবে একেবারে ঢেলে দিবেন না।
>> ফ্রিজের একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। তাই অতিরিক্ত জিনিস রাখা মানে নতুন ঝক্কির সৃষ্টি করা। প্রথমত, এই কারণে ফ্রিজের ভেতরে বাড়তি তাপ সৃষ্টি হবে। যার ফলে ফ্রিজের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হবে। তাই কখন খাবার ঠান্ডা হবে না তো আবার কখনো বরফ জমে যাবে।
>> এরপর ফ্রিজ থেকে অনেক পানি ড্রেইন করবে। তাই ফোম অথবা পুরোনো কাপড় দিয়ে ফ্রিজের চারপাশ ঘিরে ফেলুন। তাতে কাজ অনেক সহজ হবে। নাহলে এই পানি সারা ঘরে ভরে যাবে। যা পরবর্তীতে পরিষ্কার করা খুবই কঠিন।
>> ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ করা হয় না এবং ময়লা হাতেই ফ্রিজটি বারবার খেলা হয়। ফ্রিজ একটি যন্ত্র, এতে ঠান্ডা পরিবেশ যেমন তৈরি হয় তেমনি প্রতিবার দরজা খোলার কারণে কিছু তাপমাত্রা বেড়ে যায় এবং পুনরায় ঠান্ডা হতে সময় লাগে।
>> পানিগুলো অনেক সময় দূর্গন্ধযুক্ত হয় তাই মাস্ক ও গ্লাভস পরে কাজে করুন। খুব বেশি সময় নেওয়া যাবে না দ্রুতই বরফগুলো ফ্রিজের সঙ্গে বরফ সরানোর একটা চামচের মতো থাকে সেটি দিয়ে পরিষ্কার করুন।
>> এবার খালি অবস্থায়ই ফ্রিজটি প্লাগ ইন করে সচল করুন। ৩০ মিনিট পর ধীরে ধীরে জিনিসপত্র রাখতে শুরু করুন।
একুশে সংবাদ//জা.নি//র.ন
আপনার মতামত লিখুন :