AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার বিভিন্ন ভাষার অডিও অনুবাদ করে দেবে ইউটিউব


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫:১৬ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৪
এবার বিভিন্ন ভাষার অডিও অনুবাদ করে দেবে ইউটিউব

ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি বৈশ্বিক অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম সেবার সাইট ইউটিউব। যা বর্তমানে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এবার নতুন এক অডিও ডাবিং টুল এনেছে ইউটিউব। যার ফলে স্বয়ংক্রিয়ভাবেই বিভিন্ন ভাষার অডিও অনুবাদ পাওয়া যাবে বলে দাবি করেছে ভিডিও স্ট্রিমিং সাইটটি।

একই সঙ্গে ইংরেজি অডিও নিয়ে তা স্বয়ংক্রিয়ভাবেই ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানি, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ডাবিং বা কণ্ঠ যোগ করে দেবে নতুন এই ডাবিং টুল।

যেকোনো ভিডিওর জন্য একটি ইংরেজি ডাবিং থাকবে। ইংরেজিতে অনুবাদ করা এই কণ্ঠটি কিছুটা রোবোটিক হলেও তা ব্যবহারকারীরা বুঝতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জেডিনেট।

টুলটি ব্যবহারের জন্য ভিডিও নির্মাতাদের অতিরিক্ত কিছু করার দরকার নেই। কারণ ইউটিউব স্বয়ংক্রিয়ভাবেই ভিডিওর মূল ভাষা শনাক্ত করে ভিন্ন ভাষার অনুবাদ তৈরি করবে।

নিজেদের ভাষায় ডাবিং করা বিভিন্ন ভিডিও দেখতে চাইলে সেগুলো ‘ইউটিউব স্টুডিও’র ‘ল্যাঙ্গুয়েজ’ বিভাগেই খুঁজে পাবেন ব্যবহারকারীরা। ডাবিং ভাষা কেমন শোনাচ্ছে, তা পরীক্ষার জন্য শোনাও যাবে। এমনকি এসব ডাবিং ভাষা পছন্দ না হলে তা মুছে ফেলাও যাবে।

টুলটি আপাতত কেবল ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ এর সঙ্গে যুক্ত জ্ঞান ও তথ্যভিত্তিক বিভিন্ন চ্যানেলের জন্য ব্যবহার করতে পারবেন নির্মাতারা। তবে ইউটিউব বলেছে, শিগগিরই অন্যান্য বিভাগের নির্মাতারাও টুলটি ব্যবহার করতে পারবেন।

এক্ষেত্রে ভিডিওর অডিও পরিবর্তন করতে ইউটিউবের ‘অটো-ডাবড’ অপশনটি সার্চ করতে হবে। এরপর ‘সেটিংস গিয়ার’ এ ক্লিক করে ‘অডিও ট্র্যাক’ অপশনটি সার্চ করতে হবে। এই সেটিংটি ক্লিক করলে ভিডিওটিকে এর মূল ভাষায় বা অনুবাদ করা অডিও শোনার বিকল্প অপশনটি দেখা যাবে।

ইউটিউব বলেছে, এসব ভাষাকে আরো সঠিক, অভিব্যক্তিপূর্ণ ও সাবলীলভাবে ডাবিং করতে গুগলের ডিপমাইন্ড ও ‘গুগল ট্রান্সলেট’ এর সঙ্গে নিজেদের কাজ চালিয়ে যাবে তারা।


 

একুশে সংবাদ/ এস কে

Link copied!