মাঝে মাঝেই দেখা যায় গুরুত্বপূর্ণ বার্তা সঠিক সময়ে পৌঁছায় না। এতে প্রায় ই পরতে হয় বিড়ম্বনায় । তবে আর নয় চিন্তা। কারন এই দুশ্চিন্তা দূর করতে নতুন ফিচার নিয়ে এসেছে ইনস্টাগ্রাম।
বর্তমানে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মেটা মালিকানাধীন এই প্লাটফরমটি । আর তাই প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নিত্য নতুন ফিচার যুক্ত করছে প্ল্যাটফর্মটি। সেই ধারাবাহিকতায় এবার মেসেজিং এর ক্ষেত্রে নতুন ফিচার ডিরেক্ট মেসেজ (ডিএম) শিডিউল করার সুবিধা চালু করেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।
সম্প্রতি মেটার মালিকানাধীন এ প্ল্যাটফরমটি জানিয়েছে , নতুন ফিচারটি বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে।এ তথ্য জানা গেছে টেকক্রাঞ্চের এক প্রতিবেদন থেকে । তবে এই ফিচার বিশেষভাবে কনটেন্ট নির্মাতা এবং ব্র্যান্ডগুলোর জন্য কার্যকরী হতে চলেছে।তারা এখন নির্দিষ্ট সময় অনুযায়ী গ্রাহকদের কাছে বার্তা পৌঁছে দিতে পারবেন। সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা ব্যবহার করে ভিন্ন টাইম জোনে থাকা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বা ভবিষ্যতের কোনো কাজের রিমাইন্ডার পাঠাতে পারবেন।
চলুন এবার জেনে নেওয়া যাক ডি এম শিডিউল কিভাবে ব্যাবহার করতে হয় ?
ডিএম শিডিউল করতে ব্যবহারকারীদের একটি বার্তা টাইপ করে, সেন্ড বাটনটি চেপে ধরে রাখতে হবে। এরপর বার্তা পাঠানোর তারিখ এবং সময় নির্বাচন করা যাবে। শিডিউল করা বার্তা সর্বোচ্চ ২৯ দিন আগে থেকেই সেট করা সম্ভব। বার্তাটি ডেলিভারির আগে পর্যন্ত চ্যাটে একটি ব্যানারে “১টি বার্তা শিডিউল করা হয়েছে” নোটিফিকেশন দেখা যাবে।
শুধু ডিএম শিডিউল নয়, ইনস্টাগ্রাম সম্প্রতি আরও কিছু সুবিধা যুক্ত করেছে। এখন ব্যবহারকারীরা ডিএম-এ তাদের লোকেশন শেয়ার করতে পারেন, যা অ্যাপলের ফাইন্ড মাই এবং স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া, বন্ধুদের জন্য নিকনেম সেট করারও সুযোগ রয়েছে।
কনটেন্ট নির্মাতাদের জন্য রয়েছে একটি সুখবর তা হল, ইনস্টাগ্রাম - কনটেন্ট নির্মাতাদের জন্য চালু করেছে নতুন টুল। এর মাধ্যমে তারা মেসেজ রিকোয়েস্ট শর্ট এবং ফিল্টার করতে পারবেন। ফলোয়ার সংখ্যা, ভেরিফায়েড অ্যাকাউন্ট, ব্র্যান্ড, বা অন্যান্য ফ্যাক্টরের ভিত্তিতে মেসেজ বাছাই করতে পারবেন ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :