জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লুস্কাই’তে আসছে নতুন ‘ট্রেন্ডিং টপিকস’ ফিচার। বড়দিনেই (২৫ ডিসেম্বর) ‘ট্রেন্ডিং টপিকস’ ফিচারটি নিয়ে আসার ঘোষণা দিয়েছে ব্লুস্কাই। বর্তমানে তাঁরা ফিচারটি পরীক্ষা করে দেখছে বলেও জানিয়েছে। প্রচলিত অন্যান্য মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মগুলোর জন্য ফিচারটি নতুন না হলেও ব্লুস্কাই প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা একে বড়দিনের উপহার বলতেই পারেন।
এই নতুন ফিচারের কল্যাণে ব্লুস্কাই ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার একটি তালিকা দেখতে পাবেন। অর্থাৎ ট্রেন্ডিং টপিক বা কী-ওয়ার্ডগুলো সব এক জায়গায় দেখতে পাবেন ব্যবহারকারীরা।
ব্লুস্কাই জানিয়েছে ট্রেন্ডিং টপিকগুলো বর্তমানে কেবলমাত্র ইংরেজি’তেই দেখা যাচ্ছে। ব্যবহারকারীরা চাইলে ফিচারটিকে নিষ্ক্রিয় (ডিসঅ্যাবল) করেও রাখতে পারেন। এর জন্য ‘সেটিংস’ থেকে ‘কনটেন্ট এন্ড মিডিয়া’ অপশনে যেতে হবে। এরপর ‘এনাবল ট্রেন্ডিং টিপকস’ অপশনটি আনচেক করে দিতে হবে।’
ব্লুস্কাই জানিয়েছে, বর্তমানে তারা ফিচারটির প্রাথমিক ভার্সন নিয়ে এসেছে। সামনে ফিচারটির আরও উন্নত ভার্সন নিয়ে আসারও সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্ম ত্যাগ করে অনেকেই যোগ দিয়েছেন ব্লুস্কাই’তে। গত ১৮ ডিসেম্বর প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা আড়াই কোটি (২৫ মিলিয়ন) ছাড়িয়ে গেছে।
ট্রেন্ডিং টপিকস ফিচারটিকে নিজেদের মতো করে সাজিয়েও নিতে পারবেন ব্লুস্কাই ব্যবহারকারীরা। এই যেমন, যে টপিক বা কী-ওয়ার্ডগুলো ব্যবহারকারীরা ট্রেন্ডিং টপিক বিভাগে দেখতে চান না সেগুলোকে চাইলে তারা ‘মিউট’ করে রাখতে পারবেন। ‘মিউট’ করে রাখা কী-ওয়ার্ডগুলো ট্রেন্ডিং হলেও সেগুলো নির্দিষ্ট ব্যবহারকারীর ট্রেন্ড টপিকস ভিউ’তে দেখাবে না।
একুশে সংবাদ//ই.পে//র.ন
আপনার মতামত লিখুন :