আইফোন ১৭ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অ্যাপলবিষয়ক বিশ্বস্ত সূত্রগুলো ইতোমধ্যেই আইফোন ১৭ এর সম্ভাব্য ফিচার সম্পর্কে বেশ কিছু তথ্য প্রদান করেছেন, বা বলা চলে ফাঁস করেছেন।
ব্লুমবার্গের মার্ক গারম্যান, ডিসপ্লে বিশেষজ্ঞ রস ইয়াং, সংবাদমাধ্যম ইটিনিউজ-এর মতো সূত্রগুলো এখন পর্যন্ত আইফোন ১৭ এর ফিচার সম্পর্কে যে সকল দাবি করেছেন তার ভিত্তিতে আইফোন ১৭ সিরিজ কেমন হতে পারে সেটা কিছুতা হলেও ধারণা করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কেমন হতে পারে আইফোন ১৭ সিরিজ।
১। আইফোন ১৭ সিরিজের ফোনে শক্তিশালী এ১৯ চিপ দেখার সম্ভবনা বেশ জোরালো। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই চিপটি তাইওয়ানের চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি’র ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হতে চলেছে। ফলে আইফোন ১৬ এর তুলনায় ১৭ সিরিজের ফোনে আরও ভালো পারফর্মেন্স পাওয়া যাবে এবং এনার্জি খরচেও অনেক বেশি সাশ্রয়ী হবে ১৭ সিরিজ।
২। সেলফিপ্রেমীদের জন্য অ্যাপল প্রথমবারের মতো নিয়ে আসতে পারে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এখন পর্যন্ত ১২ মেগাপিক্সেল লেন্সই ব্যবহৃত হয়েছে সেলফি ক্যামেরা হিসেবে।
৩। এছাড়া ১৭ সিরিজের লাইনআপেও আসতে পারে পরিবর্তন। কয়েকটি সূত্র জানাচ্ছে, আগামী বছর আইফোন প্লাস মডেলের জায়গা নিতে পারে সুপার-স্লিম ডিজাইনের আইফোন ১৭ এয়ার। তবে আইফোনের এই স্লিম মডেলে পরিচিত বেশ কিছু ফিচার না-ও দেখা যেতে পারে। তবে ডিজাইন স্লিম হওয়ায় ফিচারের দিক থেকে কিছু ছাড়ও মেনে নিতে হবে ব্যবহারকারীদের। এই যেমন আইফোন ১৭ এয়ারে দুটির পরিবর্তে থাকতে পারে ১টি ব্যাকসাইড বা রিয়ার ক্যামেরা।
৪। আইফোন ১৭ সিরিজের প্রো মডেলে টাইটানিয়াম বডি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি।
৫। আইফোনের একটি ইন্টার্যাকটিভ ফিচার হচ্ছে ‘ডাইন্যামিক আইল্যান্ড’। ১৭ সিরিজের ফোনে ‘ডাইন্যামিক আইল্যান্ড’ আরও ছোট হয়ে আসতে পারে।
৬। আইফোন ১৭ সিরিজের ফোনে এআই সক্ষমতার বাড়ানোর লক্ষ্যে ১২জিবি র্যাম আসতে পারে বিল্টইন মেমোরি হিসেবে।
৭। নতুন ধরণের ডিসপ্লে ‘লো-ডাইলেকট্রিক টিইই’ দেখা যেতে পারে আইফোন ১৭ ফোনে। ফলে আরও টেকসই ও ভালো পারফর্মেন্সের নিশ্চয়তা দিতে সক্ষম হবে ১৭ সিরিজ। পাশাপাশি এনার্জি খরচেও সাশ্রয়ী হবে নতুন আইফোন।
৮। আইফোন ১৭ সিরিজের নন-প্রো মডেলে দেখা যেতে পারে ১২০ হার্জ ‘প্রোমোশন’ ডিসপ্লে। এই ফিচারটি আইফোনপ্রেমীদের দীর্ঘদিনের দাবি। আর তাই আগামী বছর অ্যাপল গ্রাহকদের এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এর অর্থ হচ্ছে ১৭ সিরিজের নন-প্রো মডেলে ১ হার্জ থেকে ১২০ হার্জ পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেটে ভিডিও উপভোগের সুবিধা পেতে পারেন ব্যবহারকারীরা।
একুশে সংবাদ//জা.নি//র.ন
আপনার মতামত লিখুন :