টেলিগ্রামে এসেছে নতুন বছরের প্রথম আপডেট। আর নতুন এই আপডেটের কল্যাণে টেলিগ্রাম অ্যাপটি’তে যুক্ত হয়েছে বেশ কয়েকটি নতুন ফিচার। এর মধ্যে আছে থার্ড-পার্টি অ্যাকাউন্ট ভেরিফিকেশন, নতুন মেসেজ সার্চ ফিল্টার ও বিভিন্ন উপহার বা গিফটসমূহকে নন-ফানজিবল টোকেনে (এনএফটি) রুপান্তরের সুযোগ।
এ প্রসঙ্গে এক ব্লগ পোস্টে টেলিগ্রাম বলেছে যে, স্ক্যাম প্রতিরোধ ও ভুল তথ্য ছড়ানো কমিয়ে আনতে সহায়ক হবে এই থার্ড-পার্টি ভেরিফিকেশন প্রক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই ব্যবস্থাকে নতুন স্ট্যান্ডার্ড বলেও দাবি করা হয় টেলিগ্রামের ব্লগ পোস্টে।
টেলিগ্রামে থার্ড-পার্টি অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া
টেলিগ্রাম অ্যাপে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভেরিফায়েড মার্ক (চিহ্ন) পেতে হলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে। টেলিগ্রাম বলছে, বিভিন্ন প্রতিষ্ঠান চাইলে টেলিগ্রামের বট এপিআই ব্যবহার করে ভেরিফিকেশন মার্ক যুক্ত করতে ও সরিয়ে নিতে পারবে। প্রক্রিয়াটি অনেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বের টুইটার) ভেরিফিকেশন টিকমার্ক কেনা ও অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ভেরিফাই করার মতোই।
নতুন আপডেটে আরও যেসব ফিচার এল টেলিগ্রামে
২০২৫ সালের প্রথম এই আপডেটের কল্যাণে আরও একটি চমকপ্রদ ফিচার যুক্ত হচ্ছে টেলিগ্রামে। আর এই ফিচারটি হচ্ছে, অ্যাকাউন্টে আসা গিফটগুলোকে নন-ফানজিবল টোকেনে (এনএফটি) রুপান্তর করার সুযোগ। এছাড়া নতুন ব্যাকগ্রাউন্ড ও আইকন ব্যবহারেরও সুযোগ আছে। ব্যবহারকারীরা চাইলে উপহারও পাঠাতে পারবেন, তবে এক্ষেত্রে খরচ করতে হবে ‘টেলিগ্রাম স্টারস’- যেটা কেনা যাবে টেলিগ্রাম অ্যাপ থেকেই। তবে ‘টন’ ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে ফ্র্যাগমেন্ট সাইট থেকেও কেনা যাবে ‘টেলিগ্রাম স্টারস’।
নতুন এই আপডেটের কল্যাণে আরও দুটি ফিচার যুক্ত হয়েছে টেলিগ্রামে। একটি হচ্ছে বিভিন্ন সার্ভিস মেসেজের (যেমন গ্রুপে নতুন কেউ যুক্ত হয়েছে) ক্ষেত্রে ইমোজি রিঅ্যাকশন দেওয়ার সুযোগ। আর অন্য ফিচারটি হলো এখন থেকে প্রাইভেট চ্যাট, গ্রুপ চ্যাট ও বিভিন্ন চ্যানেলে সার্চ করার (সার্চ ফিল্টার) সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
একুশে সংবাদ//ই.টি//র.ন
আপনার মতামত লিখুন :