গুগল সার্চে ‘ফাইল অ্যাটাচ’ ফিচারটি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে অ্যান্ড্রয়েড-বিষয়ক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথোরটি। তাঁদের প্রতিবেদন বলছে, গুগলের সার্চ বারে অচিরেই যুক্ত হতে চলেছে ফাইল অ্যাটাচমেন্টের সুপরিচিত ‘পেপারক্লিপ’ আইকন, যেখানে ক্লিক করে ব্যবহারকারী প্রয়োজনীয় কোনো ফাইল অ্যাটাচ করতে পারবেন।
ফাইল অ্যাটাচ বা সংযুক্ত করার পর ব্যবহারকারী সার্চ বক্সে ‘আস্ক অ্যানিথিং অ্যাবাউট দ্য ফাইল’ লেখা দেখতে পাবেন। এবার সার্চ বক্সে উক্ত ফাইল সম্পর্কে যেকোনো তথ্য জানতে চেয়ে সার্চ করতে পারবেন ব্যবহারকারী। এভাবে কম সময়ে, খুব সহজেই বড় কোনো ডকুমেন্ট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা সম্ভব। তাই বড় কোনো ডকুমেন্ট বিশ্লেষণের ক্ষেত্রে ‘ফাইল অ্যাটাচমেন্ট’ ফিচারটি দারুনভাবে সহায়ক হবে।
অর্থাৎ, নতুন এই ফিচারটি এলে যেকোনো ফাইল অ্যাটাচ করে গুগল সার্চের মাধ্যম এর অভ্যন্তরে ইচ্ছেমতো সার্চ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এক্ষেত্রে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করতে চলেছে। ব্যক্তিগত ডকুমেন্ট অ্যাটাচ করার ক্ষেত্রে অবশ্যই গুগলের উপর আপনার আস্থা রাখতে হবে যে, গুগল আপনার ব্যক্তিগত তথ্য গোপন রাখবে।
একুশে সংবাদ//ই.টি//র.ন
আপনার মতামত লিখুন :