AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হোয়াটসঅ্যাপের নতুন চার ফিচারে যেসব সুবিধা থাকছে


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪:৫৯ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৫
হোয়াটসঅ্যাপের নতুন চার ফিচারে যেসব সুবিধা থাকছে

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে এতে। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করছে। তাই ব্যবহারকারীদের কথা ভেবে নতুন বছরে একগুচ্ছ নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ 18 এর প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য তিন ধরণের ফিচার এনেছে। সেগুলো হলো- ক্যামেরা এফেক্ট, সেলফি স্টিকার, স্টিকার প্যাক শেয়ার পাঠানোর সুযোগ, দ্রুত রিঅ্যাকশন। এগুলো ব্যবহারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা দারুণ অভিজ্ঞতা  পাবেন।

ক্যামেরা এফেক্ট

সর্বশেষ ক্যামেরা এফেক্টগুলির মাধ্যমে ব্যবহারকারীরা এখন চ্যাটে ভিডিও বা ছবি তোলার সময় ৩০টি ব্যাকগ্রাউন্ড, ফিল্টার এবং এফেক্ট থেকে পছন্দ করতে পারবেন। এই অপশনটি ব্যবহারকারীদের শটগুলোকে আরও সৃজনশীল ও ব্যক্তিগতকৃত ভিজ্যুয়ালে রূপান্তরিত করার সুযোগ দেবে, যা সামগ্রিক মেসেজিং অভিজ্ঞতাকে উন্নত করবে।

সেলফি স্টিকার

এরপর আসে সেলফি স্টিকার ফিচার। এই প্রযুক্তি জায়ান্ট ফিচারটি যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের তাদের সেলফিগুলোকে কাস্টম স্টিকারে রূপান্তর করতে দেয়। এটি করতে, আপনাকে কেবল সেলফি স্টিকার আইকনে ট্যাপ করে ক্যামেরা অপশন সিলেক্ট করতে হবে, সেলফি তুলতে হবে এবং স্টিকার তৈরি করতে হবে। উল্লেখযোগ্য যে এই ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ এবং শীঘ্রই এটি আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

স্টিকার প্যাক শেয়ার করুন

আপনার কি এমন কোনো স্টিকার প্যাক আছে যা আপনার বন্ধুর ভালো লাগবে? এখন আপনি আপনার প্রিয় স্টিকার প্যাকগুলো সরাসরি চ্যাটে শেয়ার করার অপশন পেয়ে যাবেন, যা নতুন স্টিকার অপশনগুলো সুপারিশ এবং আবিষ্কার করা সহজ করবে।

দ্রুত রিঅ্যাকশন

চ্যাটে কোনো মেসেজে ডবল ট্যাপ করলেই রিঅ্যাকশন দেয়া যাবে। অর্থাৎ ট্যাপ করে সেটিকে ধরে রাখার দরকার পড়বে না। কোনো পূর্ব নির্ধারিত ইমোজির সেট নয়, দৃশ্যমান হবে ওই ইউজারের সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজিগুলোই। তবে এছাড়াও অন্য ইমোজি সিলেক্ট করার সুযোগও থাকবে। সেজন্য প্লাস সিম্বলে ক্লিক করলেই হয়ে যাবে।

এদিকে হোয়াটসঅ্যাপ এনেছে আরও এক ফিচার। যার নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হলো গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। গেল বছরের শুরুর দিকে এটি আনা হয়েছিল। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকি ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!