AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক বছরের জন্য টিকটক নিষিদ্ধ


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১:৫০ এএম, ৯ মার্চ, ২০২৫
এক বছরের জন্য টিকটক নিষিদ্ধ

এক বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আলবেনিয়া। শিশুদের মধ্যে সহিংসতা নিয়ে উদ্বেগের কারণে এ পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশটি। আলবেনিয়ার মন্ত্রিসভা বৃহস্পতিবার (৬ মার্চ) টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই অ্যাপটি বিশেষ করে শিশুদের মধ্যে সহিংসতা ও বুলিং উসকে দিচ্ছে।

সিএনএন থেকে জানা যায়, শিক্ষামন্ত্রী ওগার্টা মানাস্টারলিউ জানিয়েছেন, সরকার টিকটকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে অভিভাবক নিয়ন্ত্রণ, বয়স যাচাই ও আলবেনিয়ান ভাষা সংযোজনের মতো নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়। সরকারি সূত্র জানায়, এ বিষয়ে ৬৫,০০০ অভিভাবকের সঙ্গে ১,৩০০টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বেশিরভাগ অভিভাবকই টিকটক নিষিদ্ধ বা সীমিত করার পক্ষে মত দিয়েছেন।

২০২৪ সালের নভেম্বর মাসে টিকটক নিয়ে হওয়া একটি বিরোধের জেরে এক কিশোরের হাতে আরেক কিশোর নিহত হওয়ার পর থেকে প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হয়। এ সিদ্ধান্তের বিষয়ে টিকটকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে যখন প্রধানমন্ত্রী এডি রামা ডিসেম্বর মাসে টিকটক বন্ধের পরিকল্পনার কথা জানান, তখন টিকটক কর্তৃপক্ষ আলবেনিয়া সরকারের কাছে বিষয়টি নিয়ে ‘জরুরি ব্যাখ্যা’ চেয়েছিল।

বৃহস্পতিবার রামা জানান, টিকটকের সঙ্গে সরকারের ইতিবাচক আলোচনা চলছে এবং কোম্পানির প্রতিনিধিরা শিগগিরই আলবেনিয়া সফর করে শিশুদের সুরক্ষার জন্য নানা ব্যবস্থা নেয়ার বিষয়ে পরামর্শ দেবেন। টিকটক জানিয়েছে, তাদের তদন্তে কোনো প্রমাণ মেলেনি যে অভিযুক্ত কিশোর বা নিহত কিশোরের টিকটক অ্যাকাউন্ট ছিল। বরং বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত অন্য একটি সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া ভিডিও থেকে।

গবেষকদের মতে, আলবেনিয়ার শিশু-কিশোররাই দেশটিতে টিকটকের সবচেয়ে বড় ব্যবহারকারী গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে টিকটক কনটেন্টের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্কুলে ছুরি নিয়ে যাওয়া এবং বুলিং-এর মতো ঘটনাগুলো বাড়ছে বলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে, কিছু স্কুলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।

তবে বিরোধী দল টিকটক নিষিদ্ধের বিরোধিতা করছে এবং ১৫ মার্চ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে। বিরোধীদলের দাবি, এটি মতপ্রকাশের স্বাধীনতা ও চিন্তার বিরুদ্ধে সরকারের ভয় ও দমনমূলক আচরণ। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। সম্প্রতি, মার্কিন আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে টিকটক সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে তা পুনরায় চালু করা হয়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!