বাংলাদেশে ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক-এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল। এর মাধ্যমে দেশ উচ্চগতির, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।
এরই মধ্যে রাজধানী ঢাকার একটি হোটেলে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক স্পিড টেস্ট করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, ডাউনলোড স্পিড ২৩০ এমবিপিএস এবং আপলোড স্পিড ২০ এমবিপিএস, যা বাংলাদেশের প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেটের তুলনায় অনেক দ্রুত।

স্পিড টেস্টের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পরীক্ষার সময় ইন্টারনেটের ল্যাটেন্সি ছিল ৫০-৫৩ এমএস (মিলিসেকেন্ড)। স্টারলিংকের সার্ভার সিঙ্গাপুর ও হংকং-এ অবস্থিত থাকলেও ক্লায়েন্ট লোকেশন দেখানো হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।
প্রেস সচিব শফিকুল আলমের শেয়ার করা তথ্য ও ছবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব-ও শেয়ার করেছেন।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "আজকের ঘটনা! সবাই অসম্ভব দ্রুততার সাথে কাজ করছে। টিম প্রফেসর ইউনূস!"
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :