AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪:৩৮ পিএম, ২৯ মার্চ, ২০২৫
বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

চৈত্র অমাবস্যায় বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আজ। শনিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫০ মিনিটে শুরু হয়ে এই সূর্যগ্রহন হবে সন্ধ্যা ৬টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত। কিন্তু গ্রহণ চূড়ান্ত পর্বে পৌঁছাবে ৪টা ৪৭ মিনিটে।

এবারের গ্রহণটি আংশিক বলে জানা গেছে। বাংলাদেশ থেকে দেখা না গেলেও ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অংশ থেকে দেখা যাবে এই সূর্যগ্রহন। এর ছায়া বিস্তৃত হবে আর্কটিক ও আটলান্টিক মহাসাগর পর্যন্ত।

তথ্যানুযায়ী, এবছর দু’টি সূর্যগ্রহণ হওয়ার কথা। প্রথমটি ২৯ মার্চ, দ্বিতীয়টি ২১ সেপ্টেম্বর। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে, পেসিফিক, আন্টার্টিকার আকাশে, এছাড়াও তা দেখা যাবে অস্ট্রেলিয়া ও আন্টার্টিকার আকাশে।

প্রসঙ্গত, সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে এলে চাঁদ যদি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখনই সূর্যগ্রহণ হয়। যদি সূর্যের আলো সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হয় তাহলে পূর্ণগ্রাস গ্রহণ হয়। অন্যথায় হয় আংশিক সূর্যগ্রহণ। এবারের গ্রহণ আংশিক।


একুশে সংবাদ/ এস কে

Link copied!